প্রকাশিত: ২৪/০৫/২০১৮ ১:১৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৩৩ এএম

ডেস্ক নিউজ : এবছর রাশিয়ায় অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণকারী সৌদি ফুটবল দলের স্মৃতি ধরে রাখতে তোলা ছবিতে দেখা গেছে সৌদি আরবের যুবরাজ, উপ প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ বিন সালমানকে।

সৌদি আরবের সংবাদ মাধ্যম সাব্‌কের উদ্ধৃতি দিয়ে বুধবার ছবিটি প্রকাশ করেছে গাল্‌ফ ডিজিটাল নিউজ ওয়েবসাইট।

সৌদি আরবের জেনারেল স্পোর্টস অথরিটির সভাপতি তুর্কি বিন আবদেল মুহসিন আল শেখ তার টুইটার অ্যাকাউন্টে ছবিটি প্রকাশ করেন বলে জানিয়েছে সাব্‌ক।

জুন ১৪ তারিখে মস্কোয় এবারের বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে সৌদি ফুটবল দল আয়োজক দেশ রাশিয়ার বিরুদ্ধে খেলবে।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল সৌদি রাজপ্রাসাদ এলাকায় ব্যাপক গোলাগুলির আওয়াজ শোনা যায়। কর্তৃপক্ষ জানায়, একটি খেলনা ড্রোন ভূপাতিত করতে গিয়ে এ ঘটনা ঘটে।

কিন্তু ওই ঘটনার পর গত এক মাসে মোহাম্মদ বিন সালমানকে প্রকাশ্যে দেখা যায়নি। এতে ইরান ও রাশিয়ার বিভিন্ন সংবাদমাধ্যমের সূত্রে নানা গুজব ছড়াতে থাকে। কোনো কোনো খবরে দাবি করা হয়, গুলিবিদ্ধ অবস্থায় মারা গেছেন যুবরাজ।

এছাড়া যুবরাজ জনসম্মুখে না আসায় অনেকেই সন্দেহের মধ্যে ছিলেন। তবে বুধবার ছবি প্রকাশ করলেও গত এক মাস মোহাম্মদ বিন সালমান কোথায় কী অবস্থায় ছিলেন সে বিষয়ে কিছু বলা হয়নি।

পাঠকের মতামত