উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩১/১২/২০২৩ ৮:৫৮ এএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া অধিকাংশ প্রার্থী কারা তা জানেন না রাজধানীর ভোটাররা। এমনকি এসব প্রার্থীদের নিবার্চনী প্রতীক কি তা নিয়েও সংশয়ে তারা।
ভোটাররা বলছেন-আওয়ামী লীগসহ দু-একজন স্বতন্ত্র প্রার্থীকে কোনো মতে চিনলেও অন্যদের নাম তো দূরের কথা তারা কারা তাও জানা নেই তাদের। খোদ প্রতিবেশিরাও এসব প্রার্থীদেরকে চিনেন না- আক্ষেপ ভোটারদের।

ঢাকা-১৫ আসনের নির্বাচনী তথ্য বিবরণী যাছাই করে জানা গেছে- এই আসনে প্রতিদ্বন্দ্বীতা করছেন আটজন প্রার্থী। কিন্তু নৌকা, লাঙ্গল ও মশাল প্রতীক ছাড়া অন্যদের তেমন কোনো প্রচার প্রচারণা দেখা পাচ্ছেন না বলে জানালেন ভোটাররা।

একই অবস্থা- ঢাকা ১১ আসনের। এখানেও আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করলেও মাঠে সরব রয়েছেন নৌকা, লাঙ্গল ও একতারা প্রতীকের তিন প্রার্থী। বাকীদের নাম কিংবা প্রতীক কোনোটাই জানেন না স্থানীয় ভোটাররা।

পরিচিতি না থাকলেও ভোটের মাঠে নিজেদের জানান দিতে প্রার্থী হয়েছেন অধিকাংশ নামস্বর্বস্ব নেতা, এমনটা মনে করেন ভোটাররা।

পাঠকের মতামত

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ভল্ট ঘিরে রেখেছে পুলিশ

রাজধানী‌র ধোলাইখা‌লে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে লাগা আগুন নিয়ন্ত্রণে এ‌নে‌ছে ফায়ার সা‌র্ভিস। আগুন নিয়ন্ত্রণের পর ব্যাংকের ...

‘বাংলাদেশ-মিয়ানমার রাজি থাকা সত্ত্বেও রোহিঙ্গা প্রত্যাবাসন না হওয়ার কারণ খুঁজতে হবে’

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ...