প্রকাশিত: ৩০/০৪/২০২১ ৩:৫৭ পিএম

নিয়মিত চাকরির বয়স শেষ হওয়ায় শিক্ষকতা থেকে অবসর নিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

বৃহস্পতিবার অবসর গ্রহণের আনুষ্ঠানিকতা শেষে পুনরায় উপাচার্যের দায়িত্ব গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান।

এর আগে গত ৯ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশে জানানো হয়, শিক্ষকতা থেকে অবসরে গেলেও উপাচার্য হিসেবে নিয়মিত দায়িত্ব পালন করবেন অধ্যাপক ড. শিরীণ আখতার।
প্রসঙ্গত, ২০১৯ সালের ৩ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য হিসেবে দায়িত্ব পান ড. শিরীণ আখতার।

পাঠকের মতামত

দেশজুড়ে মাদকের ভয়ংকর আগ্রাসন,সীমান্তপথে ঢোকে, ছড়ায় ট্রেনে

মধ্যবয়সী আক্তার হোসেনের হাতে চিকিৎসকের ব্যবস্থাপত্রসহ একটি ফাইল। যাত্রীবেশে চড়েছেন ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে। ট্রেনে ...