প্রকাশিত: ২৪/০৭/২০১৭ ৯:২৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:২২ পিএম

স্টাফ করেসপন্ডেন্ট::
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত ৭ ক‌লে‌জের শিক্ষার্থী‌দের আন্দোলন নি‌য়ে ছাত্রদল কথা বল‌লেও এখ‌নও নিশ্চুপ র‌য়ে‌ছে ছাত্রলীগ। সাহবা‌গে ছাত্র‌দের ন্যায্য দা‌বির আন্দোল‌নের উপর পু‌লিশী হামলায় সরকারি তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সিদ্দিকুর রহমানের (২২) চোখ উঠে যায়। এবং আরও ক‌য়েক জন শিক্ষার্থী আহত হয়। এ ঘটনা ক‌য়েক দিন অতিবা‌হিত হয়ে‌ছে। বিষ‌য়‌টি নি‌য়ে ছাত্রলী‌গের বেশ ক‌য়েকজননেতা কর্মী নিজস্ব মন্তব্য করলে এখনও পর্যন্ত কেন্দ্রীয় থে‌কে নিশ্চুপ র‌য়ে‌ছে ছাত্রলীগ।

৭ ক‌লে‌জের আন্দোলন তা‌দের উপর পুলিশের হামলা হয় কিন্তু ছাত্রলীগ নিশ্চুপ কেন জান‌তে চায়‌লে বাংলা‌দেশ ছাত্রলী‌গের সহ-সভাপ‌তি মে‌হেদী হাসান র‌নি বি‌ডি২৪লাইভকে ব‌লেন, কেন্দ্রীয় ভা‌বে কোন সিদ্ধান্ত এখ‌নো নেওয়া হয়‌ নাই হয়‌তো অচিরে কিছু একটা করা হ‌বে ত‌বে কিছু কিছু কেন্দ্রীয় নেত‌াকর্মীরা এর প্র‌তিবাদ জা‌নি‌য়ে‌ছেন।

তি‌নি ব‌লেন, ছাত্রলীগ বঙ্গবন্ধুর আদর্শে গড়‌া সৈ‌নিক ছাত্রদ‌লের মত হুটহাট কিছু ব‌লেনা ক‌রেও না আর ছাত্রলীগ যেটা বল‌বে বা কর‌বে অবশ্যই সবার ভা‌লো হ‌বে। এমনিতেই কিছু একটা বলে দিলাম কাজ হ‌লো না তাহ‌লে ব‌লে লাভ কি। তাড়াতাড়ি ক‌রে কিছু বলাও ঠিক না করাও ঠিকনা। ত‌বে আমি ব্যক্তিগত ভা‌বে ম‌নে ক‌রি ছাত্র‌দের উপর হামলা করা ঠিক হয় নাই। কারণ এরা জা‌তির ভবিষ্যৎ।

উল্লেখ্য, ২০ জুলাই শুক্রবার রাজধানীর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাতটি কলেজের শিক্ষার্থীরা সেশনজট ও বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় বিভিন্ন দাবি নিয়ে পূর্বঘোষিত কর্মসূচিতে মাঠে নামলে পুলিশের সঙ্গে এ সংঘর্ষ হয়।

পাঠকের মতামত

দখল-চাঁদাবাজি/দেড় মাসে বিএনপি’র পাঁচ শতাধিক নেতা কর্মীকে শাস্তি

চাঁদাবাজি, দখলবাজি, দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বিএনপি। এমন অভিযোগ আসাদের বিরুদ্ধে সরাসরি ...