প্রকাশিত: ২০/০৬/২০১৭ ৩:৩৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৫৮ পিএম

জসিম উদ্দিন টিপু,টেকনাফ::
টেকনাফের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হ্নীলা আল জামেয়া দারুস সুন্নাহ মাদরাসার প্রবীণ শিক্ষক মাওলানা আব্দুর রহিম ফয়েজী আর নেই। ১৯জুন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ছেলে-মেয়ে, আত্মীয়-স্বজন, সহকর্মী, ছাত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ২০জুন জুহুর নামাজের পর হ্নীলা মাদরাসা মাঠে জানাজা শেষে পানখালীস্থ পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। এদিকে মরহুম এই আলেমের নামাজে জানাজায় শোকার্ত মানুষের ঢল নামে। এতে জেলা পরিষদের সদস্য-সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শফিক মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান-মরহুমের ভায়রা মাওলানা রফিক উদ্দিন, মরহুমের ভাগিনা-সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন, সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন চৌধুরী, দৈনিক সাগর দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক-মরহুমের ভায়রা মুফতি কেফায়ত উল্লাহ শফিক, হ্নীলা বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক জহির আহমদ, জেলা যুবলীগের সহ সভাপতি আবুল কালাম, শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, ব্যবসায়ীসহ সমাজের বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন। পরিবার সুত্র জানায়, গত দুই বছর ধরে শিক্ষক ফয়েজী কিডনী রোগে ভোগছিলেন। তিনি সুদীর্ঘ প্রায় ৩যুগ হ্নীলা মাদরাসায় সুনাম ও দক্ষতার সহিত দ্বীনি খেদমতে নিয়োজিত ছিলেন। এদিকে পূর্ব পানখালী এলাকার মরহুম নেজামত আলীর পুত্র ও আলহাজ্ব মরহুম শাহ আবুল মঞ্জুর (রহ:) এর জামাতা, অসংখ্য মানুষ গড়ার কারিগর মাওলানা আব্দুর রহিম ফয়েজীর মৃত্যুতে পুরো হ্নীলায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।#

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পের মানবিক কার্যক্রম পর্যবেক্ষণে ইউনাইটেড নেশন টিম

কক্সবাজারের উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ইউনাইটেড নেশন ফোরাম বাংলাদেশ স্টাডি প্রোগ্রাম (BSP) এর ...

কক্সবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে ধর্ম ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ

কক্সবাজারে বাল্যবিবাহ শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে অনুষ্ঠিত হলো “বাল্যবিবাহ প্রতিরোধে করণীয়” শীর্ষক আন্তঃধর্মীয় নেতৃবৃন্দের ...