উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩০/০৮/২০২২ ৮:০১ এএম , আপডেট: ৩০/০৮/২০২২ ৮:০২ এএম

সরকার হামলা-মামলা করে আর বিএনপিকে দমাতে পারবে না বলে মন্তব্য করেছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী।

তিনি বলেছেন, জেলা-উপজেলায় বিএনপির নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগ-যুবলীগ হামলা করেছে। সঙ্গে পুলিশকে ব্যবহার করে কয়েক লাখ বিএনপির নেতা-কর্মীর নামে আড়াই লাখ মামলা দেওয়া হয়েছে। এতেও বিএনপির নেতাদের দমাতে পারেনি।

সোমবার বিকেলে টেকনাফ পুরাতন বাসস্টেশন এলাকায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা হিসেবে এ কথা বলেন শাহজাহান চৌধুরী। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা বিএনপির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে আওয়ামী লীগ সরকারকে উদ্দেশ করে শাহজাহান চৌধুরী বলেন, রাতের অন্ধকারে জনগণের ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতায় এসেছেন। এর জবাব জনগণকেই দিতে হবে। আওয়ামী দুঃশাসন থেকে মানুষ এখন মুক্তি চায়।

জেলা বিএনপির সভাপতি আরও বলেন, নির্দলীয় সরকার ছাড়া ও খালেদা জিয়ার মুক্তি ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না। আর নির্বাচন হবে ব্যালটের মাধ্যমে। ইভিএম দিয়ে কোনো নির্বাচন হবে না। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন, অন্যথায় গণবিস্ফোরণে ভোটারবিহীন অবৈধ সরকার ভেসে যাবে।

সভায় উপজেলা বিএনপির সভাপতি হাসান সিদ্দিকী সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সঞ্চালনা করেন। সভা শেষে একটি মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন বিএনপির নেতা–কর্মীরা।

সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামিমা আরা, সহসাংগঠনিক সম্পাদক এম মোক্তার আহমদ, মো. আবদুল্লাহ, সুলতান আহমেদ, রাশেদুল করিম, মোহাম্মদ হাশেম, পৌর বিএনপির সভাপতি আবদুর রাজ্জাক, আবদুস সালাম, যুবদল সভাপতি মোহাম্মদ কাইয়ুম, উপজেলা ছাত্রদল আহ্বায়ক হারুন অর রশিদ, হেলাল উদ্দিন আহম্মদ প্রমুখ।

পাঠকের মতামত

রেঙ্গুন থেকে রোহিঙ্গা ক্যাম্প: মাদক কারবারী শালা দুলাভাইয়ের আধিপত্য

প্রতিবেশী দেশ মিয়ানমারের পুরাতন রাজধানী রেঙ্গুনে (বর্তমানে ইয়াঙ্গুন নামে পরিচিত) বাস করেন রোহিঙ্গা যুবক মোহাম্মদ ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদন

কর্ণফুলী টানেলের আনোয়ারা প্রান্ত থেকে চট্টগ্রাম–কক্সবাজার জাতীয় মহাসড়কের গাছবাড়িয়া পর্যন্ত সংযোগ সড়ক জেড-১০৪০ উন্নয়ন প্রকল্প ...

৫৪তম শাহাদাত বার্ষিকীতে ইঞ্জিনিয়ার সহিদুজ্জামানভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আজীবন সংগ্রামে শহীদ মৌলভী ফরিদ আহমেদ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কক্সবাজার-০৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান ...

মানব পাচার প্রতিরোধ আইন প্রয়োগ নিয়ে গণমাধ্যমকর্মীদের প্রশিক্ষণ

উখিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের নিয়ে মানব পাচার প্রতিরোধ আইন–২০১২ বিষয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ...