ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১/০২/২০২৩ ৯:৩০ এএম

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর দিয়ে সৌদি আরব যাওয়ার সময় রোহিঙ্গা নেতা আসাদুল্লাহ আটক হয়েছেন।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।
বিমান বন্দর সূত্র জানায়, বাংলাদেশ বিমানের জেদ্দাগামী ফ্লাইট বিজি ১৩৫ উঠার জন্য বোডিং পাস গ্রহণ করে আসাদুল্লাহ। পরবর্তীতে গোয়েন্দা পুলিশের গোপন তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরিচয় নিশ্চিত হওয়ার পর তাকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আসাদুল্লাহর বিরুদ্ধে কক্সবাজারের উখিয়া থানায় হত্যা মামলা রয়েছে। আসাদুল্লাহ রোহিঙ্গা ভিত্তিক একটি সন্ত্রাসী সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতা বলে জানা গেছে।
আজ শনিবার (১১ ফেব্রুয়ারি) তাকে কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে

পাঠকের মতামত

অস্ত্র কেনাবেচায় বিকাশ লেনদেন, কক্সবাজারে র‌্যাবের জালে তিন কারবারি

পর্যটনকেন্দ্রিক শহর কক্সবাজারের আড়ালে গড়ে উঠছে অস্ত্র কারবারিদের গোপন নেটওয়ার্ক। মাদক, মানবপাচার ও ছিনতাইয়ের পাশাপাশি ...