সরওয়ার আলম শাহীন, উখিয়া নিউজ ডটকম।
প্রকাশিত: ২৬/১১/২০২৫ ৬:৫২ পিএম

উখিয়ার ইউএনওকে নিয়ে উখিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সরওয়ার আলম শাহীনের স্টাটাসটি নিম্নে পাঠকদের জন্য তুলে ধরা হল।

গত বছরের ডিসেম্বরে উখিয়ার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেন মোহাম্মদ কামরুল হাসান চৌধুরী। বিসিএস (প্রশাসন) ৩৫ তম ব্যাচের এই কর্মকর্তা লামায় সুনামের সঙ্গে দায়িত্ব পালন শেষে উখিয়ায় আসেন। তাঁর পদায়নের প্রজ্ঞাপন জারি হয় ৭ নভেম্বর ২০২২। যোগদানের পর থেকেই যেন উখিয়ার প্রশাসনিক দৃশ্যপট বদলে যেতে থাকে,একজন সৎ, মানবিক ও কর্মঠ প্রশাসকের ছোঁয়া কীভাবে একটি এলাকাকে প্রাণ ফিরিয়ে দিতে পারে, ইউএনও কামরুল হোসেন চৌধুরী তার জীবন্ত উদাহরণ।

স্থানীয় না হলেও দায়িত্ব পালনে তিনি কখনো পক্ষপাত দেখাননি, দেখিয়েছেন আন্তরিকতা, দেখিয়েছেন নিষ্ঠা। সরকারি কর্মকর্তাদের নিয়ে মানুষের মনে যে দীর্ঘদিনের হতাশা ছিল,তিনি এসে তা বদলে দিয়েছেন। মানুষের আস্থার ভরসা হয়ে উঠেছেন খুব অল্প সময়েই। প্রমাণ করেছেন: কাগজে-কলমে উন্নয়ন নয়, বাস্তবেই পরিবর্তন আনা যায় যদি একজন কর্মকর্তা সত্যিই জনগণের কথা ভাবেন।

উখিয়ার শিক্ষাখাতে তাঁর নেওয়া উদ্যোগগুলো আজ মাইলফলক হিসেবে দাঁড়িয়েছে। উপজেলা প্রশাসন উচ্চ বিদ্যালয়’ প্রতিষ্ঠার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ, আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা এটি উখিয়ার ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিশাল উপহার। রাজাপালং ইউনিয়নের করইবনিয়ার সেই প্রত্যন্ত এলাকায় প্রাথমিক বিদ্যালয় নির্মাণ যেখানে সাড়ে চার কিলোমিটারের মধ্যে কোনো বিদ্যালয় ছিল না। আর টিএন্ডটি গুচ্ছগ্রামে ‘স্বপ্নযাত্রা’ শিক্ষা কেন্দ্র,অসহায়, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আশার আলো।

আরও বিস্ময়ের বিষয় হলো, সব স্বীকৃতি, সব কৃতিত্ব তিনি এলাকাবাসীর ওপর ছেড়ে দেন। নিজেকে সামনে আনতে চান না, শুধু কাজটুকু করতে চান নিষ্ঠার সঙ্গে। কিন্তু বাস্তবতা হলো তাঁর পরিকল্পনা, তাঁর নেতৃত্ব, তাঁর মানবিকতা এবং দিনের পর দিন মাঠে-ঘাটে ঘুরে কাজ করার এই অক্লান্ত পরিশ্রম ছাড়া এসব কাজ কখনো বাস্তবে রূপ নিত না।

ইউএনও অফিসেও এসেছে দৃশ্যমান পরিবর্তন। এখন মানুষ দ্রুত সেবা পাচ্ছে, সমস্যা জানালে সঙ্গে সঙ্গে ব্যবস্থা হচ্ছে। কর্মকর্তাদের সঙ্গে মানুষের দূরত্ব কমেছে, বেড়েছে আস্থা। একটি উপজেলাকে বদলে দিতে একজন সৎ কর্মকর্তাই যথেষ্ট তিনি সেই প্রমাণ।

পাঠকের মতামত

“বিগত প্রতিশ্রুতির রাজনীতি নয়, বাস্তবায়নই হোক উখিয়া-টেকনাফের আগামী”

“বিসমিল্লাহির রাহমানির রাহিম” বাংলাদেশের সর্বদক্ষিণের দুটি গুরুত্বপূর্ণ সীমান্ত  উপজেলা—উখিয়া ও টেকনাফ। এই জনপদ আজ মাদক, ...

ভুল হোক ফুল

আমাদের এই ছোট্ট জীবনটার পুরোটাই হচ্ছে শিক্ষা ক্ষেত্র।যত সময় যাচ্ছে, ততই যেন আমরা নতুন বিষয় ...

উখিয়া-টেকনাফের রূপকার, উন্নয়নের নায়ক আমার দেখা শাহাজাহান চৌধুরী

উখিয়া-টেকনাফের অবিসংবাদিত নেতা বর্ষীয়ান রাজনীতিবিদ, বিএনপি বিপ্লবী ও সাহসী বীরযোদ্ধা কক্সবাজার জেলা বিএনপির মান্যবর সভাপতি, ...