উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪/০৩/২০২৩ ১০:১২ পিএম

প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে ভ্রমণে আসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১০ শিক্ষার্থীকে বেধড়ক মারধর করেছে বেক্রুজ-১ জাহাজের স্টাফরা।

সেন্টমার্টিন থেকে ফেরার পথে টেকনাফের দমদমিয়া ঘাটে আজ মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।

আহতরা সবাই চবির শিক্ষার্থী। তাদের ওপর দুই দফা হামলা হয়। প্রথমে মাঝ সাগরে এবং পরে দমদমিয়া ঘাটে পৌঁছার পর হামলা হয়। এতে শিক্ষার্থীরা আহত হন বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী হৃদয় সাহা জানান, মঙ্গলবার সেন্টমার্টিন থেকে বেক্রুজে করে ফিরছিলেন চবির ৭৫ শিক্ষার্থী। মাঝপথে এসে নির্ধারিত আসন থেকে শিক্ষার্থীদের তুলে দেয় জাহাজের স্টাফরা। কারণ জানতে চাওয়ায় স্টাফ ও যাত্রীবেশে ওঠা তাদের সহযোগীরা শিক্ষার্থীদের মারধর শুরু করে। এরপর জাহাজ দমদমিয়া ঘাটে ভিড়লে স্টাফরা আরেক দফা মারধর শুরু করে। এতে ১০ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। শিক্ষার্থীদের সঙ্গে কথা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে বেক্রুজের পরিচালক হোসাইনুল ইসলাম বাহাদুর উল্টো তার স্টাফদের ওপর হামলার অভিযোগ তোলেন। তার দাবি, আসনে বসা নিয়ে বাড়াবাড়ি করা থেকেই ঘটনাটি ঘটেছে। হামলার সঙ্গে স্টাফরা জড়িত না।

পাঠকের মতামত

শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও রিফাত আসমা 

শীত মৌসুমের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ার প্রেক্ষাপটে বিদ্যালয়মুখী উপস্থিতি নিশ্চিত করতে উখিয়া উপজেলার সিকদার ...

উখিয়ায় রাতের আঁধারে অবৈধ মাটি উত্তোলন, দেড় লাখ টাকা জরিমানা

কক্সবাজারের উখিয়া উপজেলায় অবৈধভাবে ভূগর্ভস্থ মাটি উত্তোলন ও মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজনকে ...