উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪/০৩/২০২৩ ১০:১২ পিএম

প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে ভ্রমণে আসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১০ শিক্ষার্থীকে বেধড়ক মারধর করেছে বেক্রুজ-১ জাহাজের স্টাফরা।

সেন্টমার্টিন থেকে ফেরার পথে টেকনাফের দমদমিয়া ঘাটে আজ মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।

আহতরা সবাই চবির শিক্ষার্থী। তাদের ওপর দুই দফা হামলা হয়। প্রথমে মাঝ সাগরে এবং পরে দমদমিয়া ঘাটে পৌঁছার পর হামলা হয়। এতে শিক্ষার্থীরা আহত হন বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী হৃদয় সাহা জানান, মঙ্গলবার সেন্টমার্টিন থেকে বেক্রুজে করে ফিরছিলেন চবির ৭৫ শিক্ষার্থী। মাঝপথে এসে নির্ধারিত আসন থেকে শিক্ষার্থীদের তুলে দেয় জাহাজের স্টাফরা। কারণ জানতে চাওয়ায় স্টাফ ও যাত্রীবেশে ওঠা তাদের সহযোগীরা শিক্ষার্থীদের মারধর শুরু করে। এরপর জাহাজ দমদমিয়া ঘাটে ভিড়লে স্টাফরা আরেক দফা মারধর শুরু করে। এতে ১০ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। শিক্ষার্থীদের সঙ্গে কথা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে বেক্রুজের পরিচালক হোসাইনুল ইসলাম বাহাদুর উল্টো তার স্টাফদের ওপর হামলার অভিযোগ তোলেন। তার দাবি, আসনে বসা নিয়ে বাড়াবাড়ি করা থেকেই ঘটনাটি ঘটেছে। হামলার সঙ্গে স্টাফরা জড়িত না।

পাঠকের মতামত

টেকনাফের রঙ্গীখালী পাহাড়ে বিজিবির অভিযান: বিপুল অস্ত্র ও হ্যান্ড গ্রেনেড উদ্ধার

কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, ...

অন্যের নামে সেন্টমার্টিন ভ্রমণ করা যাবে না, কঠোর অবস্থানে প্রশাসন

আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক প্রবালদ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণের সুযোগ পাচ্ছেন। ...

রোহিঙ্গা ক্যাম্পে অনুমতিহীন টার্ফ নির্মাণ, নিরাপত্তা ঝুঁকি ও সংঘাতের আশঙ্কা

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা শরণার্থী শিবির এলাকায় অত্রযত্র অনুমোদনবিহীন ফুটবল টার্ফ গড়ে উঠছে। প্রয়োজনীয় প্রশাসনিক ...