
মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে এবার মুখ খুলছে বৌদ্ধ ভিক্ষু সমিতি (মহা নায়াকা)। বুধবার এক খসড়া বিবৃতিতে অভ্যুত্থানবিরোধী প্রতিবাদকারীদের বিরুদ্ধে সহিংসতা বন্ধের জন্য আহ্বান জানিয়েছে দেশটির সবচেয়ে প্রভাবশালী এ ভিক্ষু সমিতি। বিবৃতিতে ১ ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর থেকে নিরপরাধ বেসামরিকদের হত্যা ও নির্যাতনের জন্য সমিতি ‘সশস্ত্র সংখ্যালঘুদের’ দায়ী করেছে। ধর্মবিষয়ক মন্ত্রীর সঙ্গে পরামর্শ করার পর আজ এ বিষয়ে চূড়ান্ত বিবৃতি দেবে মহা নায়াকা। রয়টার্স।
মিয়ানমারে ভিক্ষুদের আন্দোলন করার দীর্ঘ ইতিহাস আছে। ২০০৭ সালে সেনা শাসনের বিরুদ্ধে ‘গেরুয়া বিপ্লবে’ গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাদের। ‘গেরুয়া বিপ্লব’ মিয়ানমারে গণতান্ত্রিক সংস্কারের গতি বাড়াতে ভূমিকা রেখেছিল। কিন্তু গত মাসের সামরিক অভ্যুত্থানের কারণে ওই ধারা থমকে গেছে। মন্তব্যের জন্য মহা নায়াকা সদস্যদের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করতে পারেনি রয়টার্স। কিন্তু প্রকাশিত খবর অনুযায়ী তাদের এ অবস্থান কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কে ফাটল ধরার ইঙ্গিত দিচ্ছে বলে মন্তব্য বার্তা সংস্থাটির। মহা নায়াকা সাধারণত সরকার ঘনিষ্ট গোষ্ঠী হিসাবেই কাজ করে থাকে। সামরিক বাহিনী অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই মিয়ানমারজুড়ে অস্থিরতা বিরাজ করছে। ক্ষমতা দখলকারী সামরিক বাহিনী সু চি ও তার দলের অধিকাংশ নেতাকে কারাবন্দি করে রেখেছে।
পাঠকের মতামত