প্রকাশিত: ২৮/০১/২০১৮ ৯:৩৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:২৭ এএম

উখিয়া  নিউজ ডটকম::

নাইক্ষ্যছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের গর্জনবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে ৩৯৯ বোতল বিদেশী মদ চার অাসামী কে গ্রেফতার করেছে র্য্যাব৭। উদ্ধারকৃত মদের অানুমানিক মূল্য ৩ লাখ ৯৯ হাজার টাকা।

র্য্যাব-৭ এর কোম্পানী কমান্ডার মেজর রুহুল অামিনের নেতৃত্বে একদল র্য্যাব সদস্য রবিবার ভোর রাতে নাইক্ষ্যংছড়ি গর্জনবুনিয়া এলাকার তধ্ঞঙ্গা পাড়ার একটি বাড়ীতে অভিযান চালানো হয়। এসময় চারজন মাদকপাচারকারীকে অাটক করে।

অাটককৃতরা হচ্ছে ঘুমধুম ইউনিয়নের গর্জনবুনিয়া গ্রামের উচিংলার ছেলে নিমল (১৮),চ্যাংকাউং ছেলে ছাতী (১৮),রিটানুর ছেলে পোলাহং(৩০), উকাইমং ছেলে লাঠাই(১৮)।

অাটককৃতদের নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

পাঠকের মতামত

পলিথিন মজুত বা বিক্রি করলে আইনগত ব্যবস্থা: র‍্যাবের হুঁশিয়ারি

পলিথিন ব্যাগ ব্যবহার রোধে মাসব্যাপী জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন। এই কার্যক্রমের অংশ ...