ডেস্ক নিউজ
প্রকাশিত: ০২/০৮/২০২৪ ৮:০৬ এএম

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, রাষ্ট্রীয় যেকোনো সংকটে শৃঙ্খলা ফেরাতে সেনাবাহিনীকে মাঠে নামানো হয়। জনগণের মুখোমুখি হয়ে নয়, বরং সবাইকে সাথে নিয়েই সংকট আর দুর্যোগ মোকাবিলা করছে এই বাহিনী। সেই সুনাম আর ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয় জানালেন সেনাপ্রধান।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ১৬ জুলাই থেকে উত্তাল হয়ে ওঠে রাজধানী ঢাকাসহ সারা দেশ। দ্রুত অবনতি হতে থাকে পরিস্থিতির। এরপর ১৮, ১৯ ও ২০ জুলাই দেখা দেয় চরম বিশৃঙ্খলা।

ঢাকার বাড্ডা, রামপুরা, বনানী, মোহাম্মদপুর ও যাত্রাবাড়ী এলাকায় চলে সহিংসতার তাণ্ডব। হামলা-ভাঙচুর করা হয় সরকারি বিভিন্ন স্থাপনায়। পুলিশের গাড়িসহ অনেক যানবাহনে দেওয়া হয় আগুন।

এই নৈরাজ্যকর পরিস্থিতিতে জনমনে স্বস্তি ফেরাতে ১৯ জুলাই মধ্যরাত থেকে সারা দেশে জারি করা হয় কারফিউ। মাঠে নামে সেনাবাহিনী।

মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই বাহিনীর লক্ষ্য বলে জানান সেনাপ্রধান। তিনি বলেন, ‘জনগণ, মিডিয়া, নিরাপত্তাহিনী-সবাই মিলে আমরা দেশটাকে আবার সুন্দর-স্বাভাবিক জায়গায় নিয়ে যেতে চাই। সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। আমরা সবাই এক থাকলে ইনশাল্লাহ আগের জায়গায় ফিরে যেতে পারব।’

গুরুত্বপূর্ণ পয়েন্টে সেনা টহল আর নজরদারির কারণে ফেরে শৃঙ্খলা। সহিংসতার নতুন কোনো ঘটনা থেকেও রক্ষা পায় মানুষ। দুর্যোগসহ যেকোনো জরুরি পরিস্থিতিতে বরাবরের মতোই সবার সহায়তায় পাশে থাকার অঙ্গীকার সেনাবাহিনীর।

পাঠকের মতামত

সেভেন সিস্টার্সকে সংযোগকারী ভারত-মিয়ানমারের কালাদান প্রকল্প চালু হবে ২০২৭ সালে

ভারতের উত্তর-পূর্বাঞ্চল ও মিয়ানমারের মধ্যে যোগাযোগ বাড়াতে নেওয়া কৌশলগত ‘কালাদান মাল্টিমোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প’ ২০২৭ ...

ডিজিএফআইয়ের সাবেক ডিজি হামিদুলের ৪০ কোটি টাকা অবরুদ্ধ

বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডাইরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক ও ময়মনসিংহ ক্যান্টনমেন্টের ...