প্রকাশিত: ২৪/০৬/২০২১ ৯:৪৫ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজারের রামু’র জোয়ারিয়ানালার কৃতি সন্তান মোমিনুর রশিদ আমিন (৫৪৯৮) সরকারের সচিব পদে পদোন্নতি লাভ করছেন। বৃহস্পতিবার ২৪ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-১ অধিশাখার উপসচিব এ.বি.এম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত ৩১৪ নম্বর স্মারকে জারীকৃত এক প্রজ্ঞাপনে মোমিনুর রশিদ আমিন-কে অতিরিক্ত সচিব হতে সচিব পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি’র রেক্টর (সচিব) হিসাবে পদায়ন করা হয়েছে।

রামু’র জোয়ারিয়ানালার বিশিষ্ট শিক্ষাবিদ, জোয়ারিয়ানালা এইচ.এম সাঁচি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জালাল আহমদ চৌধুরী’র সন্তান মোমিনুর রশিদ আমিন জোয়ারিয়ানালা এইচ.এম সাঁচি উচ্চ বিদ্যালয় হতে ১৯৮০ সালে বিজ্ঞান বিভাগে প্রথম ডিভিশন নিয়ে এসএসসি পাশ করেন। ১৯৮২ সালে চট্টগ্রাম সরকারি কলেজ হতে বিজ্ঞান বিভাগে প্রথম ডিভিশন নিয়ে এইসএসসি পাশ করেন কৃতিত্বের সাথে। ফরেষ্ট্রী বিভাগের চতূর্থ ব্যাচের কৃতি শিক্ষার্থী হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সম্মান সহ মাস্টার্স পাশ করেন ১৯৮৬ সালে। ২০১২ সালে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় হতে এমবিএ ডিগ্রি অর্জন করেন কক্সবাজারবাসীর গর্বের ধন মোমিনুর রশিদ আমিন।

১৯৯১ সালে দেশের অভিজাত ক্যাডার সার্ভিস বিসিএস (প্রশাসন) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন দৃঢ় আত্ম প্রত্যয়ী মোমিনুর রশিদ আমিন। চাকুরির শুরুতে তিনি দিনাজপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার, পরে তানোর, গোদাবাড়ি ও রাউজানের এসি ল্যান্ড, লক্ষীপুর সদর উপজেলার ইউএনও, ফেনী’র অতিরিক্ত জেলা প্রশাসক, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী’র একান্ত সচিব, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা, অর্থ মন্ত্রনালয়ের যুগ্মসচিব, চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব), বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন পরিচালনা বোর্ডের সদস্য এবং সর্বশেষ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব পদে দায়িত্ব পালন করেন অত্যন্ত সফলতার সাথে। বিস্ময়কর মেধাবী মোমিনুর রশিদ আমিন সরকারিভাবে জাপান, মালয়েশিয়া, ভিয়েতনাম, চীন, মায়ানমার, থাইল্যান্ড, অষ্ট্রেলিয়া, ইটালি, স্পেন, সৌদী আরব, কাতার সহ বিশ্বের আরো বিভিন্ন দেশ সফর করেন।

অদম্য মনোবল সম্পন্ন মোমিনুর রশিদ আমিন চাঁপাইনবাবগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষের কন্যা, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, মাস্টার্স করা ইসরাত বেগমকে জীবনসঙ্গিনী হিসাবে বেচে নিয়েছেন। সচিব মোমিনুর রশিদ ও ইসরাত বেগম দম্পতির একমাত্র সন্তান রাশিক ইশমাম ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স বিভাগের ৯ম সেমিস্টারের শিক্ষার্থী। সচিব মোমিনুর রশিদ আমিন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির তিন, তিন বারের নির্বাচিত সাধারণ সম্পাদক, সিনিয়র আইনজীবী এডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেলের বড় ভাই।

পাঠকের মতামত

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে এক নারীর পা বিচ্ছিন্ন

শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি :: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নিকুছড়ি সীমান্তে মর্মান্তিক মাইন বিস্ফোরণের ...

কক্সবাজারে দুর্ঘটনার পর ট্রেন আটকে বিক্ষোভ, তদন্ত কমিটি গঠন

কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় অটোরিকশার পাঁচজন যাত্রী নিহত হওয়ার ঘটনায় কক্সবাজারমুখী পর্যটক এক্সপ্রেস ট্রেন আটকে ...

ইউএনওর ‘স্বাক্ষর জাল করে নিয়োগ’, পদ হারালেন জামায়াত নেতা

লালমনিরহাটের হাতীবান্ধা মডেল কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগে জালিয়াতির অভিযোগ উঠেছে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং উপজেলা জামায়াতের ...