প্রকাশিত: ১৯/০২/২০১৭ ৮:৫৯ এএম

জসিম মাহমুদ ::
টেকনাফ শাহপরীর দ্বীপে আলহাজ্ব আলী হোসাইন স্মৃতি পরিষদের উদ্যোগে ও বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক,শিক্ষানুরাগী ও আওয়ামীলীগ নেতা সাবেক মেম্বার আলহাজ্ব হাবিবুর রহমানের পৃষ্ঠপোষকতায় ২০১৬ সনে জুনিয়ন স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও প্রাথমিক শিক্ষা সার্টিফিকেট ( পিইসি)’র জিপিএ-৫ (এ+) প্রাপ্ত কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান শনিবার সকাল ১০ টায় শাহপরীর দ্বীপ হাজী বশির আহমদ উচ্চ বিদ্যালয় মাঠে বিশিষ্ট শিক্ষানুরাগী মাস্টার জাহেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবরাং ইউনিয়ের চেয়ারম্যান নুর হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,“ আলহাজ্ব আলী হোসাইন স্মৃতি পরিষদের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ, এমন ভালো কাজের পৃষ্ঠপোষক, আয়োজক ও সহযোগীদের প্রতি আমি সাধুবাদ জানাচ্ছি। কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানের মাধ্যমে এলাকার ছাত্র-ছাত্রী, অভিভাবকদের মাঝে উচ্চ শিক্ষার আগ্রহ বাড়ে। এ জনপদে শিক্ষা ক্ষেত্রে যেকোন ধরনের প্রতিবন্ধকতা দূরীকরণে আমার সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে।” তিনি আরো বলেন, দেশের প্রান্তিক জনপদ হওয়া সত্বেও এ শাহপরীর দ্বীপে অনেক মেধাবীর জন্ম হয়েছে। বর্তমানে অধ্যয়নরতদের মাঝে অনেকে কৃতিত্বের স্বাক্ষর রেখে যাচ্ছেন। ভবিষ্যতে মেধাবীরা উচ্চ শিক্ষা অর্জনের মাধ্যমে যাতে দেশের মানুষের সেবায় আত্মনিয়োগ করতে পারে সেজন্য তাদের পথচলায় সবাইকে দল,মত নির্বিশেষে সহযোগীতা এবং গাইড লাইন করতে হবে।” আলহাজ্ব আলী হোসাইন স্মৃতি পরিষদের প্রধান পৃষ্ঠপোষক হাবিবুর রহমান বলেন, শিক্ষা ক্ষেত্রে শিক্ষার্থীদের উৎসাহ-অনুপ্রেরণা যোগাতে প্রাতিষ্ঠানিক সহযোগিতাসহ যেকোন সহযোগীতায় আমি অতীতেও ছিলাম, এখনও আছি এবং ভবিষ্যতে থাকবো। কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা একটি নিঃস্বার্থ উদ্যোগ। এ জনপদের শিক্ষার অগ্রযাত্রায় এলাকাবাসীকে সাথে নিয়ে আমার সহযোগীতা আরো প্রসারিত করার পরিকল্পনা রয়েছে। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহপরীর দ্বীপ হাজী বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ নুরুল হক, জেলা যুবলীগের সহ সভাপতি সাবরাংয়ের কৃতি সন্তান আবুল কালাম, টেকনাফ স্থল বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী ও হাজী বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য আবুল হাশেম সিআইপি, শাহপরীর দ্বীপ হাজী বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ রেজাউল করিম, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা জামাল হোসেন, সাবরাং ইউপির ২ নং ওয়ার্ডের সদস্য আকতার কামাল, ৯ নং ওয়ার্ডের সদস্য ফজলুল হক,৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল আমিন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ছেনোয়ারা বেগম, শাহপরীর দ্বীপ সাংগঠনিক ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মনির উল্লাহ,শাহপরীর দ্বীপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আলহাজ্ব আলী হোসাইন স্মৃতি পরিষদের সম্পাদক কলিম উল্লাহ, শাহপরীর দ্বীপ সাংগঠনিক ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হাজী বশির আহমদ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শরীফ হোসাইন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ কাসেম, শাহপরীর দ্বীপ সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি জাহেদ হোসেন। আলহাজ্ব আলী হোসাইন স্মৃতি পরিষদের সদস্য সচিব মোহাম্মদ আব্দুল্লাহ’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাজী বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা ফরিদুল আলম, মাঝের পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, শাহপরীর দ্বীপ ডাংগর পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়েজ উল্লাহ, জালিয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এনাম উল্লাহ। অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন হাজী বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ জসিম উদ্দীন, পূর্ণধন বড়–য়া, শাহপরীর দ্বীপ উত্তর পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শশাংক মোহন পাল, জালিয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, ডাংগর পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আলম, দক্ষিণ পাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মাবুদ, শাহপরীর দ্বীপ হাজী বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাখাল চন্দ্র দাস, মিঠুন বড়–য়া, ইমরুল কায়েস, সিরাজুল ইসলাম, শাহপরীর দ্বীপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ শরীফ, মোহাম্মদ জুনায়েদ, শেফায়েত উল্লাহ, শাহপরীর দ্বীপ আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম, বিশিষ্ট শিক্ষানুরাগী ইমান শরীফ, সমাজসেবক হাজী সালামত উল্লাহ, আওয়ামীলীগ নেতা আবুল ফয়েজ, তিনরাস্তার মাথা বাজার কমিটির সভাপতি এমদাদ উল্লাহ, শাহপরীর দ্বীপ গ্রাম ডাক্তার সমিতির সভাপতি ডাঃ জহির আহমদ, স্থানীয় আওয়ামীলীগের মোহাম্মদ ইসলাম, নুরুল হক, আবু তারেক, আব্দুস সালাম ফকির, মোহাম্মদ আমিন, লাল মিয়া লালু, মোঃ ইউনুছ, ডাঃ নাজির হোছন, আব্দুল মোনাফ প্রমূখ। অনুষ্ঠানে প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, নগদ অর্থ ও পুরষ্কার তুলে দেন।

পাঠকের মতামত

মিয়ানমারের আরেক গুরুত্বপূর্ণ শহর বিদ্রোহীদের দখলে

মিয়ানমারের বিদ্রোহীরা দেশটির আরও একটি গুরুত্বপূর্ণ শহরের দখল নিয়েছে। মিয়ানমারের জান্তাবিরোধী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী তা’আং ...

চট্টগ্রাম-কক্সবাজার ও দূরপাল্লার ট্রেন পটিয়া স্টেশনে যাত্রা বিরতির দাবি

চট্টগ্রাম–কক্সবাজার ও দূরপাল্লার ট্রেন পটিয়া স্টেশনে যাত্রা বিরতিসহ বিভিন্ন দাবিতে রেলমন্ত্রী জিল্লুল হাকিমকে স্মারকলিপি দিয়েছেন ...