লামা প্রতিনিধি::
বান্দরবানের লামায় আজিজনগর ইউনিয়নে শুক্রবার রাতে হাবিজা আক্তার কলি (১০) নামে এক শিশু গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সে আজিজনগর ইউনিয়নের ৪নং ওর্য়াড ইসলামপুর এলাকার মোহাম্মদ ইব্রাহীম’র মেয়ে। কলি আজিজনগরস্থ মারেফুল নুরানী মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্রী।
নিহতের বাবা মোহাম্মদ ইব্রাহীম বলেন, কলি তার ছোট ভাইকে আদর করার সময় সে মাটিতে পড়ে ব্যাথা পেলে আমার স্ত্রী অজিফা খাতুন তাকে বকাবকি করে। মায়ের সাথে অভিমান করে ঘরের অন্য একটি কক্ষে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে কলি। ফাঁসিতে ঝুলে থাকতে দেখে তাকে দ্রত ডাক্তারের কাছে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
লামা থানার পুলিশের উপ-পরিদর্শক মোঃ খালেদ বলেন, “৮ সেপ্টেম্বর শনিবার সকালে আমি সঙ্গীয় পুলিশ সহ ঘটনাস্থলে যাই এবং প্রাথমিক সুরতহাল রিপোর্ট শেষে লাশটি ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা হাসপাতালে প্রেরণ করি”। হাবিজা আক্তার কলির গলা ছাড়া শরীরের আর কোথাও আঘাতের চিহ্ন দেখা যায়নি বলেও পুলিশ জানায়।