প্রকাশিত: ২৫/১০/২০১৬ ৭:৩৭ পিএম

lama-photoএম,বশিরুল আলম,লামাঃ
লামায় ”মানসম্মত প্রাথমিক শিক্ষা: প্রয়োজন মাতৃভাষা  শিক্ষা“ বিষয়ক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠান আহসানিয়া মিশন ইউনিক-২ প্রকল্প ঢাকা’র উদ্যোগে মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা হলরুমে অনুষ্ঠিত এডভোকেসি সভায় সভাপতিত্ব করেন পৌর ময়ের মো: জহিরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন, লামা উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু, প্রাথমিক শিক্ষা অফিসার যতিন্দ্র মন্ডল। “ পরিবেশ, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণে মাতৃভাষায় শিক্ষাদান আবশ্যক, প্রয়োজন সরকারের সদিচ্ছা। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠকরেন মেরাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার দত্ত। অন্যন্যদের মাঝে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান চাছিংপ্রু মার্মা, আহসানিয়া মিশনের আঞ্চলিক কর্মকর্তা কামরুল আহসান, লামা আলীকদম উপজেলার সমন্বায়ক, স্বপন কুমার সাধু, ও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন।

এর মধ্যে উল্লেখযোগ্য, জাতীয় শিক্ষানীতি-২০১০ এর ১৮,১৯ ও ২০ অনুচ্ছেদের বাস্তবায়ন, ২০১৬ এর ৫ ধারার ২ উপধারা বাস্তবায়ন ও পার্বত্য চুক্তি ১৯৯৭-এ {ধারা ৩৩ (খ)(২)},১৯৯৮ সনে গৃহীত রাঙ্গামাটি ঘোষণাপত্র,(রাঙ্গামাটি ঘোষণাপত্র,১৯৯৮; ৫৩) সহ বান্দরবান পার্বত্য জেলা পরিষদে ১৯৯৮ সালে ২২ নং তফশীলে ৩ নং শিক্ষার অনুচ্ছেদ বাস্তবায়নের মাধ্যমে এ অঞ্চলে “ মানসম্মত প্রাথমিক শিক্ষা : প্রয়োজন মাতৃভাষা শিক্ষা” স্লোগানটি বাস্তব রুপ লাভ করতে পারে মর্মে এডভোকেসি সভায় প্রস্তাব উঠে আসে।

পাঠকের মতামত

টেকনাফের রঙ্গীখালী পাহাড়ে বিজিবির অভিযান: বিপুল অস্ত্র ও হ্যান্ড গ্রেনেড উদ্ধার

কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, ...

অন্যের নামে সেন্টমার্টিন ভ্রমণ করা যাবে না, কঠোর অবস্থানে প্রশাসন

আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক প্রবালদ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণের সুযোগ পাচ্ছেন। ...

রোহিঙ্গা ক্যাম্পে অনুমতিহীন টার্ফ নির্মাণ, নিরাপত্তা ঝুঁকি ও সংঘাতের আশঙ্কা

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা শরণার্থী শিবির এলাকায় অত্রযত্র অনুমোদনবিহীন ফুটবল টার্ফ গড়ে উঠছে। প্রয়োজনীয় প্রশাসনিক ...