প্রকাশিত: ০১/১১/২০১৭ ৯:১০ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:৩৮ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মিয়ানমার সরকারের ওপর চাপ অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেছেন ইইউর মানবিক সহায়তাবিষয়ক কমিশনার ক্রিস্টোস স্টাইলিয়ানাইডস।
মঙ্গলবার দুদিনের সফরে এসে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংসহ বেশ কিছু শরণার্থী ক্যাম্প পরিদর্শন শেষে বিকেলে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ক্রিস্টোস স্টাইলিয়ানাইডস বলেন, রোহিঙ্গাদের এই পরিস্থিতি আমাকে মর্মাহত করেছে। এটি সত্যিই হৃদয় বিদারক। রোহিঙ্গাদের সাহায্য করার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই।
রোহিঙ্গা সংকটকে জাতিগত সহিংসতা উল্লেখ করে ইইউর মানবিক সহায়তাবিষয়ক কমিশনার বলেন, রোহিঙ্গা সংকট একদিকে যেমন জাতিগত সহিংসতা আবার তেমনি রাজনৈতিক বিষয়ও। তাই এই সংকটের সমাধান রাজনৈতিকভাবেই স্থায়ী সমাধান করতে হবে। এজন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। শরণার্থী নারী ও শিশুরা সব থেকে ঝুঁকির মধ্যে রয়েছে বলে জানান তিনি।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) প্রতিবেদন অনুযায়ী কক্সবাজারে অন্তত আট লাখ ১৭ হাজার রোহিঙ্গা বসবাস করছে।

পাঠকের মতামত

আরসা সদস্যদের বাসা ভাড়া করে দিতেন ময়মনসিংহের মনির, এমনটাই ধারণা পুলিশের

রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধানসহ যে ১০ জনকে র‍্যাব গ্রেপ্তার করেছে, ...

হোটেল ওশান প্যারাডাইসে ইফতার পার্টির অতিথি এতিমখানার শিক্ষার্থীরা

কক্সবাজারের একাধিক হেফজ ও এতিমখানার এতিম শিক্ষার্থীদের সৌজন্যে জমকালো ইফতার পার্টির আয়োজন করেছে তারকা হোটেল ...