প্রকাশিত: ১৩/০৬/২০২২ ১:৩৮ পিএম

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে গুলি করে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট) চূড়ান্ত করা হয়েছে।

যে কোনো সময় চার্জশিট আদালতে দাখিল করা হতে পারে বলে নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম।

রোববার (১২জুন) সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার জানান, মামলার তদন্তকারি কর্মকর্তা উখিয়া থানার ওসি সালাউদ্দিন মামলাটির অভিযোগপত্র চূড়ান্ত করেছেন।

এ ব্যাপারে অভিযোগপত্র আদালতের দাখিলেরও সিদ্ধান্ত হয়েছে। কয়েকদিনের মধ্যে অভিযোগপত্রটি আদালতে দাখিল করা হতে পারে বলে জানান তদন্ত কর্মকর্তা।

তবে অভিযোগপত্রে কতজন অভিযুক্ত করা হয়েছে, হত্যাকাণ্ডের মূল রহস্য সম্পর্কে কী বলা হয়েছে তা কোনো মাধ্যমে নিশ্চিত হওয়া যায়নি।

২০২১ সালের ২৯ সেপ্টেম্বর রাতে উখিয়ার লাম্বাশিয়া আশ্রয় শিবিরের ডি ব্লকের আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস (এআরএসপিএইচ) সংগঠনের কার্যালয়ে বন্দুকধারীদের গুলিতে নিহত হন মুহিবুল্লাহ তিনি ওই সংগঠনের চেয়ারম্যান ছিলেন।

হামলার জন্য মিয়ানমারের সশস্ত্র গ্রুপ আরসার (আল-ইয়াকিন নামেও পরিচিত) কয়েকজন অস্ত্রধারীর নাম প্রচার করা হয়। পরদিন ৩০ সেপ্টেম্বর মুহিবুল্লাহর ছোট ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা সন্ত্রাসীদের বিরুদ্ধে উখিয়া থানায় হত্যা মামলা করেন।

এ ঘটনায় এ পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এদের কেউ কেউ ১৬৪ ধারায় জবানবন্দীও দিয়েছে

পাঠকের মতামত

রোহিঙ্গা সংকটে নতুন প্রকল্প : এলাকায় অস্থিরতা ও পরিবেশঝুঁকি বাড়ার আশঙ্কা

রোহিঙ্গাদের জন্য নতুন করে স্থায়ী আবাসন প্রকল্প গ্রহণের উদ্যোগ জানাজানি হতেই কক্সবাজারের বিভিন্ন ইউনিয়ন ও ...

ট্রাভেল পাস ছাড়াই টিকিট বিক্রি : কেয়ারি সিন্দাবাদকে ৫০ হাজার টাকা জরিমানা

সরকার অনুমোদিত ট্রাভেল পাস ছাড়া পর্যটকদের কাছে টিকিট বিক্রির অভিযোগে সেন্টমার্টিনগামী জাহাজ ‘কেয়ারি সিন্দাবাদ’কে ৫০ ...

“সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু: কক্সবাজার থেকে ৩ জাহাজে ১১০০ পর্যটক”

দীর্ঘ নয় মাস বন্ধ থাকার পর ১ ডিসেম্বর থেকে পুনরায় চালু হয়েছে কক্সবাজার–সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী ...