বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ০১/০৬/২০২৫ ১২:৫৮ পিএম , আপডেট: ০১/০৬/২০২৫ ১:২১ পিএম

চাকরিচ্যুতের প্রতিবাদে শনিবার (৩১ মে) বিক্ষোভ ও সমাবেশ করে ২৪ ঘণ্টার মধ্যে চাকরি পুনর্বহালের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

রোহিঙ্গা ক্যাম্প থেকে চাকরিচ্যুত স্থানীয় শিক্ষকদের দ্বিতীয় দিনের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচী চলছে। বৃষ্টি উপেক্ষা করে হাতে দাবী-দাওয়া সম্বলিত প্লেকার্ড, ফেস্টুন নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শিক্ষক-

জনতার উপস্থিতি বাড়ছে। রবিবার সকাল ৭টা থেকে এ বিক্ষোভ শুরু হয়। চাকরিতে পূর্ণবহাল না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষক-জনতা।

তাদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেছেন উখিয়ার রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন পেশাজীবি ব্যক্তিবর্গ।

উখিয়া শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে স্থানীয় বাসিন্দারা বলেন, রোহিঙ্গাদের আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে আশ্রয় দিয়েছি। কথা ছিল তারা তাদের দেশে প্রত্যাবাসন হবে। এখন দেখছি, এনজিও কর্মকর্তারা তাদের ফায়দা হাসিলের জন্য রোহিঙ্গাদের ফিরে যেতে দিচ্ছে না।

পাঠকের মতামত

কক্সবাজারে বিয়ের অনুষ্ঠানে কথা-কাটাকাটি, বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজারের টেকনাফে বিয়ের অনুষ্ঠানে বাগবিতণ্ডার পরে ছুরিকাঘাতে ইমদাদ হোসেন (৪৭) নামের এক বিএনপির নেতাকে হত্যার ...