উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০২/০৪/২০২৩ ৫:২৬ পিএম
রাতের রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজারের উখিয়ায় ফের রোহিঙ্গা ক্যাম্পে একদল সশস্ত্র সন্ত্রাসীরা হাফেজ সৈয়দ আলম(২৮)নামে এক যুবককে বাড়ি থেকে ধরে নিয়ে গুলি ও গলা কেটে হত্যা করেছ।বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী।

নিহত যুবক উখিয়ার ক্যাম্প-৮ ওয়েষ্ট ব্লক এ/৫০ এর নুর ইসলামের ছেলে।

রবিবার(২ এপ্রিল)দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উখিয়ার ক্যাম্প-৮ ওয়েষ্ট ব্লকে এঘটনা ঘটে।

নিহত স্বজনদের বরাত দিয়ে উখিয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি)শেখ মোহাম্মদ আলী জানান, রবিবার দিবাগত রাতে সেহেরি খাওয়ার সময় ৮-১০জনের একটি সন্ত্রাসী দল হাফেজ সৈয়দ আলমকে বাড়ি থেকে ধরে নিয়ে গুলি ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।

তিনি আরও জানান,নিহত হাফেজ সৈয়দ আলম সন্ত্রাস বিরোধী ছিল,এ কারনে তাকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।

এবং পরবর্তীতে ক্যাম্পের দায়িত্বরত এপিবিএনের সহায়তায় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয় বলে ওসি জানায়।

পাঠকের মতামত

কক্সবাজারে শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস: নারীসহ দুইজন গ্রেফতার

কক্সবাজারে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির মাধ্যমে প্রশ্নফাঁসে জড়িত সংঘবদ্ধ চক্রের দুই সদস্য গ্রেফতার ...

হোয়াইক্যংয়ে গুলিবিদ্ধ জেলে, স্থানীয়দের নিরাপদে থাকার আহ্বান

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ওপারে গোলাগুলির ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে হোয়াইক্যংয়ে উত্তরপাড়া সীমান্তে এ ঘটনা ...