উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০২/০৪/২০২৩ ৫:২৬ পিএম
রাতের রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজারের উখিয়ায় ফের রোহিঙ্গা ক্যাম্পে একদল সশস্ত্র সন্ত্রাসীরা হাফেজ সৈয়দ আলম(২৮)নামে এক যুবককে বাড়ি থেকে ধরে নিয়ে গুলি ও গলা কেটে হত্যা করেছ।বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী।

নিহত যুবক উখিয়ার ক্যাম্প-৮ ওয়েষ্ট ব্লক এ/৫০ এর নুর ইসলামের ছেলে।

রবিবার(২ এপ্রিল)দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উখিয়ার ক্যাম্প-৮ ওয়েষ্ট ব্লকে এঘটনা ঘটে।

নিহত স্বজনদের বরাত দিয়ে উখিয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি)শেখ মোহাম্মদ আলী জানান, রবিবার দিবাগত রাতে সেহেরি খাওয়ার সময় ৮-১০জনের একটি সন্ত্রাসী দল হাফেজ সৈয়দ আলমকে বাড়ি থেকে ধরে নিয়ে গুলি ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।

তিনি আরও জানান,নিহত হাফেজ সৈয়দ আলম সন্ত্রাস বিরোধী ছিল,এ কারনে তাকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।

এবং পরবর্তীতে ক্যাম্পের দায়িত্বরত এপিবিএনের সহায়তায় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয় বলে ওসি জানায়।

পাঠকের মতামত

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের ড্রাইভার রঞ্জনের বিরুদ্ধে তিন সদস্যের তদন্ত কমিটি

কক্সবাজার দক্ষিণ বন বিভাগ সরকারি গাড়িচালক রঞ্জন কুমার মজুমদারের বিরুদ্ধে তিন সদস্যের একটি তদন্ত কমিটি ...

রোহিঙ্গাদের জন্য ১১.২ মিলিয়ন ডলারের এলপিজি সহায়তা দেবে যুক্তরাজ্য-কাতার

রোহিঙ্গা শরণার্থীদের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহে ১১.২ মিলিয়ন ডলার তহবিলের যৌথ ঘোষণা দিয়েছে ...