প্রকাশিত: ১১/১২/২০১৮ ৯:১৪ পিএম , আপডেট: ১১/১২/২০১৮ ৯:৫৫ পিএম

আবদুল্লাহ আল আজিজ,উখিয়া নিউজ ডটকম :

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ত্রাণের চাল ক্রয়ের সিন্ডিকেটের সদস্যরা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। মঙ্গলবার এসব সিন্ডিকেটের সদস্যরা রোহিঙ্গাদের কাছ থেকে জোর করে কম মূল্যে চাল ক্রয় করতে গেলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

তুপুরে কুতুপালং ক্যাম্প-৭ এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় সেনা সদস্যরা ৬ জনকে আটক করে উখিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন।

আটকরা হলেন- রাজাপালং ইউনিয়নের দরগাহবিল গ্রামের শামশুল আলমের ছেলে মাহবুবুল আলম (৩০), কুতুপালং পূর্ব পাড়া গ্রামের মো. শফির ছেলে মো. শাহজান (৩০) ও একই গ্রামের মো. ছৈয়দের ছেলে আকতার (২৮), কুতুপালং ক্যাম্প-৭ বি ১৬ ব্লকের বাসিন্ধা আবুল কাশেমের ছেলে আব্দুর রহিম (২২), আবু ছিদ্দিক (৩০) ও লাল মিয়ার ছেলে শহিদুল আমিন (২৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, উখিয়ার ২৩টি রোহিঙ্গা ক্যাম্পে শতাধিক চাল ক্রয় সিন্ডিকেট বেশ কিছুদিন ধরে রোহিঙ্গাদের দেওয়া ত্রাণের চাল জোর করে কম দামে ক্রয় করে আসছে। দুপুরে সিন্ডিকেটের সদস্যরা রোহিঙ্গাদের কাছ থেকে জোর করে চাল কেনার চেষ্টা করলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

রোহিঙ্গা নেতাদের অভিযোগ, সম্প্রতি বালুখালী পান বাজার এলাকায় ত্রাণের চাল ক্রয়ের ঘটনা নিয়ে দু’পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরী রোহিঙ্গাদের দেওয়া ত্রানের চাল ক্রয় না করার জন্য স্থানীয়দের নিষেধ করলেও তা মানা হচ্ছে না।

উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের জানান, আটকদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

পাঠকের মতামত

শিশুর অপুষ্টি রোধ ডব্লিউএফপিকে স্কুল ফিডিং বাড়ানোর আহ্বান

বাংলাদেশে শিশুদের অপুষ্টি সমস্যা মোকাবিলায় ডব্লিউএফপি’র স্কুল ফিডিং কর্মসূচিকে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র ...

বাঁকখালীতে উচ্ছেদ অভিযান – প্রশাসনকে লক্ষ্য করে হা’ম’লায় পুলিশ সদস্য আহত

কক্সবাজারের বাঁকখালী নদীতে অবৈধ দখল উচ্ছেদ অভিযানে প্রশাসনকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসময় ...

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক প্রশস্তকরণ, পদক্ষেপ জানাতে হাইকোর্টের নির্দেশনা

দেশের পর্যটন রাজধানী কক্সবাজারের প্রবেশদ্বার চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক প্রতিদিন হাজার হাজার যাত্রী, পণ্যবাহী ট্রাক, পর্যটন বাস ...