প্রকাশিত: ২০/০৯/২০১৭ ৮:৫১ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:১৭ পিএম

এম,এস রানা ,উখিয়া::
বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যার নাম রোহিঙ্গা সমস্যা। মায়ানমার সরকার কতৃক নির্মম নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা ৮ লক্ষাধিক রোহিঙ্গার চাপে নাকাল অবস্থা বিরাজ করছে উখিয়া টেকনাফে। ১৯৭৮ সাল হতে ধাপে ধাপে এ দেশের অভান্তরে প্রবেশ করে ইতি মধ্যে লক্ষাধিক রোহিঙ্গা স্থায়ী ভাবে বসবাস শুরু করে এলাকার পরিবেশকে অতিষ্ট করে তুলেছে। এ অঞ্চলের সাধারন নাগরিকের কাছে রোহিঙ্গা বলতেই মস্ত বড় এক বোঝা দাড়িয়েছে। সম্প্রতি নতুন করে গনহারে রোহিঙ্গা প্রবেশ করায় এ অঞ্চলের চাল, ডাল,মাছ, মাংস, তেল, নানা তরী তরকারি সহ নিত্য পন্যের মুল্যে আকাশচুম্বি। বিশেষ করে উখিয়া টেকনাফের খেটে খাওয়া মানুষ বর্তমানে দ্রবমুল্যের উর্ধগতিতে দিশেহারা। রোহিঙ্গা প্রবেশের বিশ দিনে যেন প্রতিটি পন্যের মুল্য ২০ টাকা বৃদ্বি পেয়েছে।
উখিয়া দারোগা বাজার কোটবাজার, মরিচ্যাবাজার সোনারপাড়া বাজার, বালুখালী বাজার, পালং খালী বাজার, কুতুপালং বাজার সহ ছোট বড় সকল বাজারের সবজি দোকান গুলোতে আগুনের ঝাপটা লাগছে ক্রেতাদের পকেটে। সরজমিনে দেখা যায় পাহাড়ি ও . স্থানীয় ভাবে উৎপাদিত যেসব সবজি পাওয়া যাচ্ছে তার দাম আকাশছোঁয়া। ব্যবসায়ীরা বলছে এলাকায় রোহিঙ্গাদের বাড়তি চাপ থাকায় বিভিন্ন খাদ্য দ্রব্যের চাহিদা বেড়ে যাওয়াতে বর্তমানে এ অঞ্চলে খাদ্য ঘাটতি দেখা দিয়েছে, যার কারনে মুল্য বৃদ্বি হয়েছে। রোহিঙ্গা অনুপ্রবেশের পুর্বে পাইকারি বাজারে ৭০ টাকায় বিক্রি হওয়া পাম অয়েল এখন ৭৮ টাকা,খুচরা বাজারে তা অনেক বেশি। সয়াবিন ৮৫ থেকে ৯২, মোটা আলু ১৩থেকে ২২, চিনি ৫২ থেকে ৫৭, মটর ডাল৩২থেকে ৪০, মোগডাল ১০৫ থেকে ১১৫, ছোলা ৭২থেকে ৭৭,পেয়াজ ৩৫ থেকে ৪৫, রসুন ৭০থেকে৮০, আদা ১০০ থেকে ১১৫ টাকায় এসে দাড়িয়েছে, যা খুচরা বাজারে অনেক বেশী দামে বিক্রি হচ্ছে। এ ছাড়াও সব ধরনের চাউল প্রতি বস্তায় বেড়েছে ১০০ থেকে ১৫০ টাকা। দেশী করলা ৬০ টাকা, বেগুন ৬০/৭০ টাকা, বরবটি ৬০ টাকা, তিত করলা ৬০ টাকা, কচুর লতি ২৫ টাকা, কাচা মরিচ ১৩০ টাকা, মিষ্টি কুমড়া ৩৫ টাকা, টমোটো ১৩০ টাকা, মুলা ৬০/৭০ টাকা,, ডেড়স ৮০ টাকা চিচিংগা ৪০ টাকা, পাহাড়ি শশা ৪০ টাকা, কচু ৩৫ টাকা,ক্ষীরা ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বর্তমানে কিছু কিছু পন্যের দাম স্থিতিশীল অবস্থায় থাকলেও রোহিঙ্গাদের অবস্থান দীর্ঘস্থায়ী হলে বাড়তে পারে সকল ধরনের পন্যের দাম।
কোটবাজারের তরকারি ব্যবসায়ী নুরুল আলম ও ছৈয়দ আলম বলেন, উখিয়ায় দুই লক্ষাধিক স্থানীয় বাসিন্ধার সাথে যোগ হয়েছে মায়ানমার থেকে আসা প্রায় ৫ লক্ষাধিক রোহিঙ্গার কারনে তরী তরকারি সহ নিত্য খাদ্য সামগ্রীতে মারান্তক প্রভাব পড়েছে। তাছাড়াও মৌসুমী শাক সবজি বাজারে না আসার কারনেও মুল্য বৃদ্বির অন্যতম কারন বলেও তারা মন্তব্য করেন

পাঠকের মতামত

শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও রিফাত আসমা 

শীত মৌসুমের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ার প্রেক্ষাপটে বিদ্যালয়মুখী উপস্থিতি নিশ্চিত করতে উখিয়া উপজেলার সিকদার ...

উখিয়ায় রাতের আঁধারে অবৈধ মাটি উত্তোলন, দেড় লাখ টাকা জরিমানা

কক্সবাজারের উখিয়া উপজেলায় অবৈধভাবে ভূগর্ভস্থ মাটি উত্তোলন ও মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজনকে ...

সালাহউদ্দিন আহমদের নির্বাচনী সম্ভাব্য ব্যয় ৫০ লাখ, উৎস নিজস্ব তহবিল

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নির্বাচনী সম্ভাব্য ব্যয় ...

ভুক্তভোগীদের আর্তনাদ-‘বন্ধ হোক ঘুষের রাজত্ব’উখিয়া সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতি ও অনিয়মের মহোৎসব

সীমান্তবর্তী কক্সবাজারের উখিয়া সাব-রেজিস্ট্রার অফিসে চলছে লাগামহীন দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও অনিয়মের মহোৎসব। সিসিটিভি থাকা সত্ত্বেও ...