প্রকাশিত: ২০/০৯/২০১৭ ৮:৫১ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:১৭ পিএম

এম,এস রানা ,উখিয়া::
বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যার নাম রোহিঙ্গা সমস্যা। মায়ানমার সরকার কতৃক নির্মম নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা ৮ লক্ষাধিক রোহিঙ্গার চাপে নাকাল অবস্থা বিরাজ করছে উখিয়া টেকনাফে। ১৯৭৮ সাল হতে ধাপে ধাপে এ দেশের অভান্তরে প্রবেশ করে ইতি মধ্যে লক্ষাধিক রোহিঙ্গা স্থায়ী ভাবে বসবাস শুরু করে এলাকার পরিবেশকে অতিষ্ট করে তুলেছে। এ অঞ্চলের সাধারন নাগরিকের কাছে রোহিঙ্গা বলতেই মস্ত বড় এক বোঝা দাড়িয়েছে। সম্প্রতি নতুন করে গনহারে রোহিঙ্গা প্রবেশ করায় এ অঞ্চলের চাল, ডাল,মাছ, মাংস, তেল, নানা তরী তরকারি সহ নিত্য পন্যের মুল্যে আকাশচুম্বি। বিশেষ করে উখিয়া টেকনাফের খেটে খাওয়া মানুষ বর্তমানে দ্রবমুল্যের উর্ধগতিতে দিশেহারা। রোহিঙ্গা প্রবেশের বিশ দিনে যেন প্রতিটি পন্যের মুল্য ২০ টাকা বৃদ্বি পেয়েছে।
উখিয়া দারোগা বাজার কোটবাজার, মরিচ্যাবাজার সোনারপাড়া বাজার, বালুখালী বাজার, পালং খালী বাজার, কুতুপালং বাজার সহ ছোট বড় সকল বাজারের সবজি দোকান গুলোতে আগুনের ঝাপটা লাগছে ক্রেতাদের পকেটে। সরজমিনে দেখা যায় পাহাড়ি ও . স্থানীয় ভাবে উৎপাদিত যেসব সবজি পাওয়া যাচ্ছে তার দাম আকাশছোঁয়া। ব্যবসায়ীরা বলছে এলাকায় রোহিঙ্গাদের বাড়তি চাপ থাকায় বিভিন্ন খাদ্য দ্রব্যের চাহিদা বেড়ে যাওয়াতে বর্তমানে এ অঞ্চলে খাদ্য ঘাটতি দেখা দিয়েছে, যার কারনে মুল্য বৃদ্বি হয়েছে। রোহিঙ্গা অনুপ্রবেশের পুর্বে পাইকারি বাজারে ৭০ টাকায় বিক্রি হওয়া পাম অয়েল এখন ৭৮ টাকা,খুচরা বাজারে তা অনেক বেশি। সয়াবিন ৮৫ থেকে ৯২, মোটা আলু ১৩থেকে ২২, চিনি ৫২ থেকে ৫৭, মটর ডাল৩২থেকে ৪০, মোগডাল ১০৫ থেকে ১১৫, ছোলা ৭২থেকে ৭৭,পেয়াজ ৩৫ থেকে ৪৫, রসুন ৭০থেকে৮০, আদা ১০০ থেকে ১১৫ টাকায় এসে দাড়িয়েছে, যা খুচরা বাজারে অনেক বেশী দামে বিক্রি হচ্ছে। এ ছাড়াও সব ধরনের চাউল প্রতি বস্তায় বেড়েছে ১০০ থেকে ১৫০ টাকা। দেশী করলা ৬০ টাকা, বেগুন ৬০/৭০ টাকা, বরবটি ৬০ টাকা, তিত করলা ৬০ টাকা, কচুর লতি ২৫ টাকা, কাচা মরিচ ১৩০ টাকা, মিষ্টি কুমড়া ৩৫ টাকা, টমোটো ১৩০ টাকা, মুলা ৬০/৭০ টাকা,, ডেড়স ৮০ টাকা চিচিংগা ৪০ টাকা, পাহাড়ি শশা ৪০ টাকা, কচু ৩৫ টাকা,ক্ষীরা ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বর্তমানে কিছু কিছু পন্যের দাম স্থিতিশীল অবস্থায় থাকলেও রোহিঙ্গাদের অবস্থান দীর্ঘস্থায়ী হলে বাড়তে পারে সকল ধরনের পন্যের দাম।
কোটবাজারের তরকারি ব্যবসায়ী নুরুল আলম ও ছৈয়দ আলম বলেন, উখিয়ায় দুই লক্ষাধিক স্থানীয় বাসিন্ধার সাথে যোগ হয়েছে মায়ানমার থেকে আসা প্রায় ৫ লক্ষাধিক রোহিঙ্গার কারনে তরী তরকারি সহ নিত্য খাদ্য সামগ্রীতে মারান্তক প্রভাব পড়েছে। তাছাড়াও মৌসুমী শাক সবজি বাজারে না আসার কারনেও মুল্য বৃদ্বির অন্যতম কারন বলেও তারা মন্তব্য করেন

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পের মানবিক কার্যক্রম পর্যবেক্ষণে ইউনাইটেড নেশন টিম

কক্সবাজারের উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ইউনাইটেড নেশন ফোরাম বাংলাদেশ স্টাডি প্রোগ্রাম (BSP) এর ...

কক্সবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে ধর্ম ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ

কক্সবাজারে বাল্যবিবাহ শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে অনুষ্ঠিত হলো “বাল্যবিবাহ প্রতিরোধে করণীয়” শীর্ষক আন্তঃধর্মীয় নেতৃবৃন্দের ...

বাংলাদেশি পাসপোর্টে রোহিঙ্গা সুন্দরী তৈয়বার মালয়েশিয়ায় ‘বিয়ে বাণিজ্য’

১৯৯৭ সালে মিয়ানমারের মংডু থেকে পালিয়ে এসে কক্সবাজারের উখিয়ার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আশ্রয় ...