উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৫/০৩/২০২৩ ৭:২১ এএম

রোহিঙ্গা সম্প্রদায়ের বাংলাদেশে আশ্রিত সদস্যদের প্রথম ব্যাচ খুব শিগগির মিয়ানমারে ফিরবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

আজ মঙ্গলবার রাজধানীর চীনা দূতাবাসে বসন্ত সংলাপ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিভিন্ন ধরনের উদ্যোগ সত্ত্বেও রোহিঙ্গাদের রাখাইনে ফিরতে না পারাকে ‘দুর্ভাগ্যজনক’ হিসেবে বর্ণনা করে রাষ্ট্রদূত বলেন, ‘এই প্রক্রিয়ার অংশীদারদের কেউ কেউ চায় না রোহিঙ্গারা ফিরুক।’

তবে রোহিঙ্গাদের ফেরাতে চীনের উদ্যোগে বাংলাদেশ ও মিয়ানমারের সমন্বয়ে গঠিত ত্রিপক্ষীয় প্রচেষ্টা অব্যাহত থাকবে জানিয়ে ইয়াও ওয়েন বলেন, ‘চীন কখনোই হাল ছেড়ে দেবে না।’

মিয়ানমারের সেনানিয়ন্ত্রিত সরকারের নিবর্তনমূলক ব্যবস্থার মুখে রাখাইন থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা বহু বছর ধরে বাংলাদেশের কক্সবাজারে বিভিন্ন ক্যাম্পে অবস্থান করছে

পাঠকের মতামত

শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও রিফাত আসমা 

শীত মৌসুমের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ার প্রেক্ষাপটে বিদ্যালয়মুখী উপস্থিতি নিশ্চিত করতে উখিয়া উপজেলার সিকদার ...