প্রকাশিত: ২৮/০৯/২০১৭ ৯:২৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৫৬ পিএম

উখিয়া নিউজ ডটকম::
আশ্রয়ের জন্য মিয়ানমার থেকে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের দেশে ফেরত পাঠাতে কাজ করছে যুক্তরাষ্ট্র। তবে এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনসন ব্লুম বার্নিকাট এ কথা বলেছেন।

রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার প্রশংসা করে বার্নিকাট বলেন,‘একজন নেতা হিসেবে সংকট নিরসনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এ সংকট মোকাবিলায় আমরা সবসময় বাংলাদেশের পাশে আছি।’

এ বিষয়ে সার্বিক পরিস্থিতির উন্নয়নে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করে বার্নিকাট আরও বলেন, ‘সংকট নিরসনে আমরা মিয়ানমার সরকারের সঙ্গেও কাজ করতে আগ্রহী।’

রোহিঙ্গাদের দেশ ত্যাগের বিষয়ে তিনি আরও বলেন,‘আমরা জানি মানুষ কখনো এমনি এমনি নিজের বাড়ি ছেড়ে যায় না। জীবন বাঁচানোর জন্য মানুষ বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয় অনেক সময়।’

কফি আনান কমিশনের সুপারিশ প্রসঙ্গে তিনি জানান,মিয়ানমার থেকে বাংলাদেশে আসা শরণার্থীদের যাচাই বাছাই করে সে দেশে ফেরত পাঠানোর জন্য যুক্তরাষ্ট্র কাজ করছে। এছাড়াও বাংলাদেশে অবস্থানরত শরণার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও এনজিও’র সঙ্গে যুক্তরাষ্ট্রের সহযোগিতার কথাও বলেছেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আন্তর্জাতিক দাতা সংস্থার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও তদারকি করেন বার্নিকাট। এসময় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম–এর কর্মকর্তাসহ বিভিন্ন দাতা সংস্থার কর্মকর্তা, এনজিও সংস্থার লোকজন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

খেলাভিত্তিক শিক্ষায় ব্র্যাকের তথ্য বিনিময় অনুষ্ঠান

শিশুদের খেলাভিত্তিক শেখা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও মনোসামাজিক বিকাশ নিশ্চিতে ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে অনুষ্ঠিত হলো ...

১২ ফেব্রুয়ারি ভোট শেষ না হওয়া পর্যন্ত অনুমতি ছাড়া ওয়াজ মাহফিল নিষিদ্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) ধর্মীয় প্রচার কার্যক্রমে নিয়ন্ত্রণ আরোপ করেছে। ...