প্রকাশিত: ২২/০৯/২০১৭ ১০:০২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:০৯ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণে শৃঙ্খলা ফেরাতে শনিবার থেকে সেনাবাহিনী দায়িত্ব নিচ্ছে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসাইন। রোহিঙ্গা শিবিরে শেড নির্মাণেও তারা কাজ করবে বলে জানান তিনি। শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক এসব কথা বলেন। তিনি বলেন, রোহিঙ্গাদের মাঝে ত্রাণ নিয়ে বিশৃঙ্খলা দেখা দেয়। এত বড় একটা কাজে শৃঙ্খলা আনতে শনিবার থেকে সেনাবাহিনী কাজ করবে। দুর্যোগকালীন সময়ে মানবিক দিক বিবেচনায় সেনাবাহিনীর দায়িত্ব পালনের বিধান রয়েছে।

আলী হোসাইন বলেন, ‘জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে রোহিঙ্গাদের স্যানিটেশন ব্যবস্থা থেকে ত্রাণ ও পুনর্বাসনের কাজে অংশ নেবে সেনাবাহিনী।’

তিনি আরো বলেন, উখিয়া-টেকনাফের প্রায় ৭০ কিলোমিটার রোহিঙ্গা অনুপ্রবেশ পথ। রোহিঙ্গাদের মানবিক কারণে সহায়তা দিচ্ছি। ত্রাণ বিতরণের জন্য ১২ পয়েন্ট ঠিক করা হয়েছে।

পাঠকের মতামত

উখিয়ায় পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাস চালু

কক্সবাজারের উখিয়ায় শিক্ষার মানোন্নয়ন এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ...

কক্সবাজারসহ পাঁচ জেলায় পদযাত্রায় নামছে এনসিপি, হামলার শঙ্কা

চট্টগ্রামসহ পাঁচ জেলায় পদযাত্রা নামছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামীকাল শনিবার (১৯ জুলাই) কক্সবাজারে পদযাত্রার ...