প্রকাশিত: ০৮/১১/২০১৭ ৭:৪৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:২৮ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
মিয়ানমারে সহিংসতার শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের কাছে দেশী অপারেটরের সিমকার্ড বিক্রির বিরুদ্ধে অভিযান নেমেছে র‌্যাব। প্রথমদিনের অভিযানে ৫ রোহিঙ্গাকে ছয়মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (০৭ নভেম্বর) বিকেল ৪টা থেকে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতপালং বাজারে অভিযান শুরু করে র‌্যাব।

এসময় বাংলাদেশি অপারেটরের সিম বিক্রির সময় হাতেনাতে ৫ জনকে আটক করা হয়। এদের মধ্যে তিনজন পুরনো এবং দুইজন নতুন আসা রোহিঙ্গা বলে জানিয়েছেন র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর রহুল আমিন।

তিনি বলেন, রোহিঙ্গাদের কাছে নিবন্ধনবিহীন সিম বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। এরপরও নতুন-পুরনো কিছু রোহিঙ্গা এবং কিছু বাঙালি বিক্রেতা রোহিঙ্গাদের কাছে সিম ও সেট বিক্রি করছে। আমরা অভিযান শুরু করেছি। পর্যায়ক্রমে সবাইকে ধরা হবে।

আটক পাঁচজনকে ছয়মাস করে কারাদণ্ড দেওয়ার পর তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৭ এর সহকারি পরিচালক(মিডিয়া) মিমতানুর রহমান।

গত ২৩ সেপ্টেম্বর ঢাকায় বিটিআরসির এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রোহিঙ্গা শরণার্থীদের কাছে মোবাইল ফোনের সিমকার্ড বিক্রি করতে পারবে না দেশিয় কোনো মোবাইল ফোন অপারেটর। রোহিঙ্গাদের কাছে সিম বিক্রি করা হচ্ছে—এমন প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট মোবাইল ফোন অপারেটরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সভায় আরো সিদ্ধান্ত হয়, যোগাযোগের জন্য আগামী তিন দিনের মধ্যে কক্সবাজারের সব রোহিঙ্গা শরণার্থীশিবিরে সরকারি মোবাইল ফোন অপারেটর টেলিটকের ফোন বুথ স্থাপন করা হবে। এসব বুথ থেকে খুব কম খরচে মোবাইল ফোন দিয়ে স্থানীয় (লোকাল) কল করতে পারবেন আশ্রয় নেওয়া রোহিঙ্গারা।

পাঠকের মতামত

উখিয়ায় মা’হাদুত তাকওয়া মহিলা হিফজ মাদ্রাসা’র যাত্রা শুরু

উখিয়া উপজেলাধীন হলদিয়া পালং ইউনিয়নের পশ্চিম হলদিয়া জামবাগান অবস্থিত নারীদের জন্য বিশুদ্ধ কোরআন সুন্নাহর জ্ঞান ...

কুতুপালং বাজারের সাদ্দাম ও আরাফাতের নেতৃত্বে সীমান্ত দিয়ে মায়ানমারে পাচার হচ্ছে নিত্যপণ্য

মায়ানমারের রাখাইন রাজ্যে কক্সবাজার ও বান্দরবানের সীমান্ত দিয়ে নিত্যপণ্যের সঙ্গে পাচার হয়ে যাচ্ছে ইউরিয়া সার ...

উখিয়ায় ইউএনএইচসিআর’র স্থাপনায় তালা ঝুলালো বন বিভাগ

কক্সবাজারের উখিয়ার থাইংখালী বিট এলাকায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের একটি স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ নোটিশ ...

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কক্সবাজারের ১২ হাজার একর বনভূমি বন বিভাগকে ফেরত দেয়া হচ্ছে

উপদেষ্টা বলেন, বিধি লঙ্ঘিত হলে তা আইনগতভাবে মোকাবেলা করা হবে। সি-বিচ দখল ও দূষণের লাগাম ...