প্রকাশিত: ২৫/০৬/২০১৬ ৯:০৭ এএম , আপডেট: ২৫/০৬/২০১৬ ১০:০৮ এএম
1458586920_70নিউজ ডেস্ক::
রিটার্নিং অফিসারকে হুমকি দেয়ার অভিযোগে আওয়ামী লীগ সমর্থিত ইউপি চেয়ারম্যান কামাল হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের ও তাকে বরখাস্ত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। অভিযুক্ত কামাল হোসেন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। তাকে বরখাস্ত করার জন্যও মন্ত্রণালয়কে নির্দেশনা পাঠিয়েছে ইসি।
বৃহস্পতিবার ইসির সিনিয়র সহকারী সচিব মিজানুর রহমান স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর এই চেয়ারম্যানের বরখাস্তের আদেশসংক্রান্ত চিঠি পাঠান।
এতে বলা হয়, রিটার্নিং অফিসারকে হুমকি প্রদান ও তার সঙ্গে ঔদ্ধত্য আচরণ করায় বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ প্রার্থী কামাল হোসেনকে বরখাস্তের জন্য নির্দেশ দিয়েছে ইসি।
এদিকে কামাল হোসেনের বিরুদ্ধে মামলা করার জন্যে উপজেলা সমবায় অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেনকে আলাদা চিঠি পাঠিয়েছে কমিশন। এতে বলা হয়, সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে হুমকি প্রদান, উত্যক্ত করা, প্রাণনাশের হুমকি ও নির্বাচনের পরিবেশ নষ্ট করার দায়ে চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেনের (বর্তমান চেয়ারম্যান) বিরুদ্ধে মামলা করে ইসিকে অবহিত করতে হবে।

উল্লেখ, গত ২৮ মে’র নির্বাচনে বিভিন্ন অনিয়মের কারণে কুতুবপুর ইউপির ৯টি কেন্দ্রের মধ্যে ৪টি কেন্দ্রের ভোট স্থগিত হয়। বাকি ৫টি কেন্দ্রে ২৩১৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোহাম্মদ শহীদ উল্ল্যাহ পেয়েছেন ২২১০ ভোট। তৃতীয় অবস্থানে থাকা নৌকা প্রতীকের প্রার্থী কামাল হোসেন পেয়েছেন ৭১৯ ভোট। সুত্র ইত্তেফাক

পাঠকের মতামত

আরও বাড়ল এলপিজির দাম

আবারও বেড়েছে রান্নার কাজে বহুল ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। ভোক্তা পর্যায়ে ১২ কেজি ...

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান পরিবেশ নেই, তবু রোহিঙ্গা প্রত্যাবাসনের চেষ্টা চলছে

পরিবেশ সৃষ্টি না করে মিয়ানমারের জান্তা এ বছরের শেষ নাগাদ বাংলাদেশ থেকে কয়েক হাজার রোহিঙ্গাকে ...