প্রকাশিত: ২৬/০১/২০১৭ ৯:৪৯ পিএম

সোয়েব সাঈদ, রামু::

রামু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ তৈয়ব বলেছেন, শিক্ষিত হওয়ার পাশাপাশি নৈতিক চরিত্র গঠনও জরুরী। তাই পড়ালেখার পাশাপাশি মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে করণীয় বিষয়েও শিক্ষার্থীদের গুরুত্ব দিতে হবে।

রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চাইল্যাতলী এলাকার একে আজাদ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আজ বুধবার (২৫ জানুয়ারি) সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের অন্যতম দাতা সদস্য ও হাজ্বী মোতালেব আল মাছিয়া ট্রাস্ট এর ভাইস চেয়ারম্যান মৌলানা ফরিদুল আলম।

এতে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আবুল কালাম আজাদ। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পানেরছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ উদ্দিন আহমদ, সাংবাদিক সোয়েব সাঈদ, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য নুরুল হাকিম, মহিলা ইউপি সদস্য রাশেদা বেগম।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাছির উদ্দিন, সহকারি প্রধান শিক্ষক আবু বকর ছিদ্দিক, সহকারি শিক্ষক ইয়াছমিন আকতার, জাহেদুল ইসলাম, আবদুর রহিম, সিরাজুল ইসলাম, জয়সেন ধর, রিদুয়ানুল হক, আলি আহমদ সিফাত, শাফিয়া সুলতানা, এরশাদ উল্লাহ, সাবিনা আকতার, পুলক চৌধুরী বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কৃত বিদ্যালয়ের সাবেক কৃতি শিক্ষার্থী রেহেনা আক্তার বক্তব্য রাখেন।

এতে বিদায়ি শিক্ষার্থীদের পক্ষে মানপত্র পাঠ করেন, জয়নাল আবেদিন এবং বর্তমান শিক্ষার্থীদের পক্ষে নবম শ্রেণির ছাত্রী শাহীন সুলতানা বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সহকারি প্রধান শিক্ষক আবু বকর ছিদ্দিক। অনুষ্ঠানে বিদায়ি শিক্ষার্থীদের শুভেচ্ছা উপহার দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ তৈয়ব আরো বলেন, যুবক আবুল কালাম আজাদ এ বিদ্যালয় প্রতিষ্ঠার পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক মান উন্নয়নেও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এছাড়া বাল্য বিয়ে, ইভটিজিং ও শিক্ষাক্ষেত্রে ঝরে পড়া রোধে বিদ্যালয় প্রতিষ্ঠাতার লড়াই সংগ্রাম সর্বত্র প্রশংসিত হচ্ছে। এমন মহত কাজে শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসী সহ সকল পেশার মানুষকে দেশ প্রেমের মনোভাব নিয়ে সহযোগিতা করতে হবে।

পাঠকের মতামত

কক্সবাজার পাসপোর্ট অফিস থেকে দুই রোহিঙ্গা তরুণী গ্রেপ্তার

পাসপোর্ট তৈরি করতে আসা কক্সবাজারের আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে মায়ানমারের নাগরিক দুই রোহিঙ্গা তরুণীকে গ্রেপ্তার করা ...

উখিয়ায় হুমকির মুখে বনভূমি

কক্সবাজারের উখিয়ায় অংশীদারিত্বের ভিত্তিতে সামাজিক বনায়ন বাস্তবায়নে সংশ্লিষ্ট বনের কর্তা ব্যক্তিরা গড়িমসি করার কারণে এ ...

কক্সবাজার সিটি কলেজে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ

কক্সবাজার সিটি কলেজে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বাক্ষরিত ...

ইসলামী চেতনা নিয়েই এই বাংলাদেশে আমাদের বাঁচতে হবে : সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক হুইফ ও সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, আল্লাহর অস্ত্বিত্বকে ...

রোহিঙ্গা সংকটে ক্ষতিগ্রস্তদের জীবিকায় নতুন মার্কিন উদ্যোগ

কক্সবাজার এবং পার্বত্য চট্টগ্রামে রোহিঙ্গা শরণার্থী সংকটে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের জীবিকা ও জীবনমান উন্নত করার লক্ষ্যে ...

উখিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বেকারিসহ ৩ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

কক্সবাজারের উখিয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে ৩ প্রতিষ্ঠানকে মোট ...