প্রকাশিত: ০৬/০৯/২০১৬ ৯:২৬ পিএম

ramu pic fish 06.09.16 [Max Width 640 Max Height 480]সোয়েব সাঈদ, রামু
কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ এলাকায় বাঁকখালী নদীতে একটি বড় মাছ নিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক কৌতুহল সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরের আগ থেকে বিকাল পর্যন্ত ওই মাছটি কাউয়ারখোপ ইউনিয়নের বাঁকখালী নদীর বাদুইজ্জাকুম নামক স্থানে খেলা করছিলো। সারাদিন কয়েক মিনিট পরপর মাছটি দেহের একাংশ পানির উপরে তুলে এনে খেলার করার এ দৃশ্যটি দেখতে নদীর দুপাড়ে ভীড় করে শত শত নারী-পুরুষ।

ওই এলাকার বাসিন্দা কাউয়ারখোপ ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার এম আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, কালো রংয়ের মাছটির ওজন প্রায় ৩/৪ মন হতে পারে। এটি উন্নত জাতের মাগুর বা কৈ মাছ বলে এলাকাবাসী ধারনা করেছে।

কয়েকদিনের বৃষ্টিপাতের কারনে বাঁকখালী নদী এখন পানিতে একাকার। তাই কয়েকজন জেলে জাল নিয়ে ওই মাছটি ধরার জন্য গেলেও ভয়ে নামার সাহস পাননি। কারনে হিসেবে জানা গেছে, এক বছর পূর্বে বাঁকখালী নদীর বাদুইজ্জাকুম নামক এ স্থানে গোসল করতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারায় নাফিসা ও নাঈমা নামের দুই মাদরাসা ছাত্রী। ফলে স্থানটি এমনিতেই আতংকের। এরপর স্থানীয় কয়েকজন জেলে মাছটি ধরার জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলে জানা গেছে।

কাউয়ারখোপ ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মোস্তাক আহমদ বিষয়টির সত্যতা স্বীকার করে জানান, মাছটি সাইজে অনেক বড়। এটি জাল দিয়ে ধরাও কষ্টসাধ্য। তিনি আরো জানান, মাছটি এর আগে লোকজন বাঁকখালী নদীর শিকলঘাট এলাকায় দেখেছিলো। এখন এখানে ঠাঁই নিয়েছে। এটা নিয়ে মানুষের মাঝে কৌতুহল বিরাজ করছে।

এলাকার কয়েকজন প্রবীন ব্যক্তি জানান, বাঁকখালী নদীর ২২ কিলোমিটার এলাকার মধ্যে কাউয়ারখোপ বাদুইজ্জাকুম এলাকাটি হচ্ছে সবচেয়ে গভীর। এ কারনে বিশাল মাছটি নদীর এ গভীর স্থানকে বেচে নিয়েছে বলে তাদের ধারনা।

পাঠকের মতামত

সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন উখিয়ার ডাঃ এ.এইচ. সুমন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সদ্য প্রকাশিত প্রজ্ঞাপনে কক্সবাজার সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (অর্থো-পেডিক) ডাঃ ...

উপকূলের ম্যানগ্রোভে বিশ্বস্বীকৃতি—দ্য আর্থশট প্রাইজ জিতলো ফ্রেন্ডশিপ

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পরিবেশ পুরস্কার ‘দি আর্থশট প্রাইজ ২০২৫’ জিতেছে বাংলাদেশের সামাজিক উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ। ...

রোহিঙ্গার হাতে এনআইডি : নির্বাচন কর্মকর্তার সঙ্গে আসামি চসিকের কর্মচারীও

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) শুলকবহর ওয়ার্ড কার্যালয়ে জালিয়াতির মাধ্যমে জন্ম নিবন্ধন এবং পরবর্তীতে এটি ব্যবহার ...

রোহিঙ্গা সংকটে মানবপাচার রোধে একসঙ্গে কাজ করবে আইওএম ও এইচসিআই

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং কানাডার প্রাচীনতম মুসলিম ত্রাণ সংস্থা হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল (এইচসিআই) ও ...