প্রকাশিত: ৩১/০৭/২০১৭ ৯:৩৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৫৫ পিএম

হাফিজুল ইসলাম চৌধুরী :
রামুর বাঁকখালী নদীর কচ্ছপিয়া ইউনিয়নের নাপিতেরচরস্থ পয়েন্টে গোসল করতে গিয়ে-দুই ছাত্রী নিখোঁজ হয়েছেন। সোমবার (৩১জুলাই) বিকেল ৩টায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজরা হলেন, একই গ্রামের জহির আলমের মেয়ে রোজিনা আক্তার (১০) ও গর্জনিয়া ইউনিয়নের মিয়াজিরপাড়া এলাকার আবদুল আজিজের মেয়ে শারমিন আক্তার (৯)।
রোজিনা ফাক্রিকাটা সরকারি প্রথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি এবং শারমিন নাপিতেরচর কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্র জানায়, নিখোঁজ দুই শিক্ষার্থী নদীতে গোসল করার এক পর্যায়ে নিখোঁজ হন।
নাপিতেরচর কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, ‘শারমিনের বাড়ি গর্জনিয়ায় হলেও নাপিতেরচরস্থ নানা মুফিজুর রহমানের বাড়িতে থেকে- সে পড়ালেখা চালিয়ে যাচ্ছিল। সোমবার বিকেলে শারমিন আর রোজিনা বাঁকখালি নদীতে গোসল করতে গিয়ে স্রোতের টানে হারিয়ে যান। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তাদের কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। এ নিয়ে উভয় পরিবার এবং গ্রামবাসির মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা তৈরী হয়েছে।’
গর্জনিয়া পুলিশ ফাঁড়ীর পরিদর্শক (ওসি, তদন্ত) কাজি আরিফ উদ্দিন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কক্সবাজার ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় উদ্ধার তৎপরতা অব্যাহত আছে। ডুবুরি দলও মঙ্গলবার থেকে উদ্ধার তৎপরতা চালাবে।

পাঠকের মতামত

নাইক্ষংছড়ি থানার ওসি ও দলের নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতার মামলা বাণিজ্যের অডিও ফাঁস!

বান্দরবানের নাইক্ষ‌্যংছড়িতে থানার অফিসার ইনচার্জ(ওসি) ও দলের নাম ভাঙ্গিয়ে সাবেক উপজেলা ছাত্রদল নেতা মিজানুর রহমানের ...

সড়ক দুর্ঘটনায় ফের নিহত ১, প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রাণ গেল বউ-শাশুড়িসহ একই পরিবারের ৩ জনের

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের বউ-শাশুড়িসহ তিনজন নিহত ...