প্রকাশিত: ১৯/০৮/২০১৬ ৬:১৭ পিএম

IMG20160819165112অাবুল কাশেম সাগর,রামু
কক্সবাজারের টেকনাফ সড়কের রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে ১টি টেকনাফ সরাসরি স্পেশাল বাস চালকসহ ১৩ হাহার ৬০০শ হাজার ইয়াবা অাটক করেছে। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামু ক্রসিং হাইওয়ে থানার ওসি অাবুল কালাম অাজাদের নেতৃেত্বে এসব মাদকদ্রব্য ইয়াবা ও বহনকারী গাড়িসহ চালককে অাটক করা হয়।
পুলিশ কর্মকর্তা অাবুল কালাম অাজাদ জানান, কক্সবাজার মূখী গাড়ি নং কক্সবাজার জ ১১-০১০৭ করে একটি ইয়াবার চালান যাওয়ার সংবাদ পেয়ে অভিযান চালায়। এ সময় গাড়ির ভেতরে কৌশলে লুকিয়ে রাখা ১৩ হাজার ৬০০শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এসময় গাড়ি চালক টেকনাফের জালিয়া পাড়া গ্রামের হাজী ছব্বির অাহমদের ছেলে জালাল অাহমদ ( ৩৫) কে অাটক হয়। ওই সময় পুলিশের অভিযান টের পেয়ে ওই গাড়ির দুই সহকারী (হেলপার) পালিয়ে যায়। অাটক চালককে জিঙ্গাসাবাদ করে তাদেরকে ও অাটক করা চেষ্টা করছে পুলিশ । এব্যাপারে সংশ্লিষ্ট ধারায় মামলার দায়ের করো অাটক চালককে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

সড়ক দুর্ঘটনায় ফের নিহত ১, প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রাণ গেল বউ-শাশুড়িসহ একই পরিবারের ৩ জনের

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের বউ-শাশুড়িসহ তিনজন নিহত ...