প্রকাশিত: ২৯/০৬/২০২২ ১২:২৫ পিএম

কক্সবাজারের রামু নন্দাখালীতে পুকুরে ডুবে সাফা মরিয়ম (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ জুন) আছরের নামাজের পর রামু উপজেলার জোয়ারিয়ানালা নন্দাখালী উত্তর পাড়া এলাকায় এ দূঘর্টনা ঘটে৷

নিহত সাফা নন্দাখালীর সৌদি প্রবাসী নুরুল আলমের ছোট কন্যা।

নিহত শিশুর মামা মোরশেদ সিদ্দিক অভি জানান, আছরের নামাজের পর মা ও অন্যান্য সদস্যদের সাথে বাড়িত আঙ্গিনায় খেলার ছলে পাশ্ববর্তী পুকুরে পড়ে যায়। কয়েক মিনিট পর মেয়েকে না

দেখে খোঁজাখোজি করে না পেয়ে সন্দেহ হলে পুকুরে নামে পরে সেখান থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে শিশুটিকে প্রথমে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরবর্তীতে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

এদিকে পুকুরে ডুবে শিশু মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশুর পরিবার জানায় বুধবার সকাল ৯টায় নন্দাখালী উত্তর পাড়া জামে মসজিদ মাঠে সাফার জানাযা শেষে স্থানীয় গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

পাঠকের মতামত

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মা’ই’ন বিস্ফোরণে আহত বিজিবির নায়েক আক্তার হোসেনের মৃত্যু

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের বাইশফাঁড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে গুরুতর আহত হওয়া বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ...

উখিয়া হাসপাতাল ১০০ শয্যায় উন্নীত না হলে চিকিৎসা সংকট বাড়বে!

কক্সবাজারের উখিয়া উপজেলার একমাত্র সরকারি স্বাস্থ্যকেন্দ্র উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকায়ন ও ৫০ শয্যা থেকে ...