উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৮/১০/২০২২ ৭:০২ এএম

কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে রামু উপজেলা ওয়ার্ড নং ৪ এ সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন ফতেখাঁরকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম (হাতি)।

প্রতিদ্বন্দ্বিতাকারী ৬ সদস্যের মধ্যে সর্বোচ্চ ১০৪ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তাক আহমদ (অটোরিকশা) পেয়েছে ২৬ ভোট।

এছাড়া শামসুল আলম মন্ডল ( তালা) ১১ ভোট, নুরুল আবছার (ঘুড়ি) ০ ভোট, মোঃ আবদুল মজিদ (টিউবওয়েল) ০১ ভোট এবং মোঃ মনজুর মোর্শেদ কাদেরি (বৈদ্যুতিক পাখা) পেয়েছেন ০২ ভোট।

রামু উপজেলার একমাত্র ভোট কেন্দ্র রামু উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

রামু উপজেলার ১১ ইউনিয়নের ১৪৫ জন ভোটার প্রত্যেকেই তাদের ভোটাধিকার প্রয়োগ করে। সাধারণ সদস্য পদে মোট প্রাপ্ত ভোটের একটি ভোট বাতিল হয় বলে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার পেকুয়া উপজেলা সমাজসেবা অফিসার মো. জাহাঙ্গীর আরিফ প্রাং জানান।

এছাড়া জেলা পরিষদ চেয়ারম্যান ও মহিলা সদস্য পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়

পাঠকের মতামত

চাঁদাবাজির অভিযোগ করায় ক্ষিপ্ত হয়ে রামু যুবদল নেতার এলোপাতাড়ি গুলি

রামুর দক্ষিণ মিঠাছড়িতে প্রকাশ্যে এলোপাতাড়ি গুলি চালানোর ঘটনা ঘটেছে। সেনাবাহিনীর কাছে চাঁদাবাজির অভিযোগ করায় ক্ষিপ্ত ...

অস্ত্র কেনাবেচায় বিকাশ লেনদেন, কক্সবাজারে র‌্যাবের জালে তিন কারবারি

পর্যটনকেন্দ্রিক শহর কক্সবাজারের আড়ালে গড়ে উঠছে অস্ত্র কারবারিদের গোপন নেটওয়ার্ক। মাদক, মানবপাচার ও ছিনতাইয়ের পাশাপাশি ...