প্রকাশিত: ১৩/০২/২০১৭ ১০:৫৪ পিএম

গোলাম মওলা, রামু ::

রামু উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্টিত হয়েছে।সোমবার ১৩ ফের্রুয়ারী সকাল ১১টার সময় উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলার নির্বাহী অফিসার মো: শাজাহান আলি এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন-নিকারুজ্জামান উপজেলা সহকারি কমিশনার (ভূমি), মো: আলী হোছাইন রামু উপজেলা ভাইস চেয়ারম্যান, কবির আহাম্মদ (ওসি তদন্ত )রামু থানা ,ফরিদুল আলম চেয়ারম্যান ফতেখাঁরকুল ইউনিয়ন , মোস্তাক আহাম্মদ চেয়ারম্যান কাউয়ারখোপ ইউনিয়ন,ফিরোজ আহমদ ভূট্টো চেয়ারম্যান ঈদগড় ইউনিয়ন,এম ডি,শাহ আলম চেয়ারম্যান রশিদ নগর,মফিজুর রহমান চেয়ারম্যান রাজারকুল ইউনিয়ন,নূরুল ইসলাম সিকদার চেয়ারম্যান চাকমারকুল ইউনিয়ন,মোঃ আমীর হোছাইন হেলালী প্রতিনিধি রামু প্রেস ক্লাব,আব্দুল মান্নান স্ব্যাস্থ্য ও পরিবার পরকিল্পনা কর্মকর্তা রামু,সাইফুদ্দিন খালেদ সুপার ভাইজার ইসলামিক ফাউন্ডেশন রামু,মৌলানা আবুল ফয়েজ আরবী প্রভাষক মেরংলোয়া রহমানিয়া ইসলামিয়া মাদ্রাসা,তরুন বড়–য়া সাধারণ সম্পাদক বৌদ্ধ ঐক্য কল্যাণ পরিষদ রামু,আরজিনা আক্তার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত),মোঃ বিল্লাল হোসেন খন্দকার উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রামু,মোঃ রফিকুল ইসলাম সুবেদার ৫০ বর্ডার গার্ড,জীনু রানী সংরক্ষিত মহিলা আসন ১,২,৩ ওয়ার্ড রাজার কুল ইউনিয়ন প্রমূখ।

সভায় রামু বিজিবি ৫০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের প্রস্তাবিত জমিতে অতিশীগ্রই ক্যাম স্থাপনের কাজ শুরু করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এ কাজকে আরো গতিশীল করার জন্য রামু এগাটি ইউনিয়নের সকল চেয়ারম্যানবৃন্দ ও আইন শংখলা পরিষদের সকল সদস্যদের সহযোগিতা করার জন্য আহবান জানান ,উপজেলার নির্বাহী অফিসার মো: শাজাহান আলি।

সভায় আরো বলা হয়, মাদক নিয়ন্ত্রনে রামু থানার পুলিশকে বিজিবির পাশাপাশি আনসার ব্যাটালিয়ন ও রামুর সচেতন মহলের সহযোগিতায় মাদকসেবী ও ইয়াবা ,মদ ব্যসায়ীদের ধরে আইনের আওতায় নিয়ে আসা এবং সরকারি নির্দেশ মত রামু হাসপাতালের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও হাসপাতালের মাদকসেবী স্টাফদের বিরোদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত নেওয়া হয়।আর রামুতে সাধারণ মানুষ যেন হয়রানীর শিকার না হয়। ঘর বাড়ির পালিত গাছ কেটে নির্ভয়ে ব্যবহার করতে পারে মত পুলিশ ,রঞ্জে কর্মকর্তা ও বিজিবিকে সহযোগিতার জন্য অনুরোধ জানানো হয়েছে।

পাঠকের মতামত

বিচারপ্রার্থীর টাকা দিচ্ছেন না উখিয়ার সমাজসেবা কর্মকর্তা, ব্যবস্থা নিচ্ছে বিভাগীয় দপ্তর

শামীমুল ইসলাম ফয়সাল আদালতের নির্দেশে বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত মা’মলা তদন্ত করতে গিয়ে এক বিচারপ্রার্থীর কাবিনের ...

রামুতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নতুন ভবন নির্মাণ প্রস্তর স্থাপন নিশ্চিত হুইপ কমল স্বয়ং

রামু রাজ্য জনাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নতুন ভবন নির্মাণে প্রস্তর স্থাপন করেছেন- জাতীয় সংসদের হুইপ ওক্সবাজার-৩ ...

টেকনাফের কলেজছাত্র মুরাদ হ’ত্যা মা’ম’লার আ’সা’মি রহিম কা’রা’গা’রে

কলেজছাত্র মুরাদ হ’ত্যা মা’ম’লার ৪ নম্বর আ’সা’মি রহিম উল্লাহকে কা’রা’গারে পাঠিয়েছেন আদালত। রহিম উল্লাহ (২৮) ...

সাংবাদিকের ‘আব্বা’ দাবী করা সেই এসআইকে উখিয়া থানা থেকে প্রত্যাহার

সাংবাদিকদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটুক্তি করায় এসআই মোবারককে উখিয়া থানা থেকে প্রত্যাহার করে নেওয়া ...