নৌকা মার্কার সমর্থনে উখিয়া উপজেলা আওয়ামী যুব মহিলালীগের উদ্যোগে এক বিশাল কর্মী সমাবেশ ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে উখিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা আওয়ামী যুব মহিলালীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছেনুয়ারা বেগম। বক্তব্য রাখেন, কেন্দ্রীয় তাঁতীলীগের সাধারণ সম্পাদক সাধনা দাশ গুপ্তা, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর কবির চৌধুরী, রাজাপালং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল আলম নুরু, আওয়ামীলীগ নেতা ফরিদুল আলম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সদস্য জিহান চৌধুরী, উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, উপজেলা যুবলীগের ত্রান বিষয়ক সম্পাদক তহিদুল আলম, ব্যবসায়ী মুফিজ উদ্দিন, মহিলা নেত্রী গোলবাহার বেগম, রাজাপালং যুব মহিলালীগের সভাপতি ও মহিলা মেম্বার পদপ্রার্থী খুরশিদা বেগম, সাধারণ সম্পাদক সাবেকুন নাহার ও সহ-সভাপতি ছৈয়দা বেগম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন উখিয়া উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আবদুস সালাম। এ সময় নৌকার মনোনীত প্রার্থী জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, রাজনৈতিক প্রতিপক্ষরা ধর্মের দোহায় দিয়ে নির্বাচনের বৈতরনী পার করতে চায়। রাজাপালং ইউনিয়নের ৮৫টি মসজিদে আর্থিক ভাবে সাহায্য সহযোগীতা করা হয়েছে। বিগত ৫ বছর ধরে মানুষের অর্থ আত্মসাৎ করেনি। গ্রামের কোন মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করিনি। অসমাপ্ত কাজ সমাপ্ত করতে আগামী ৪ জুন নৌকা প্রতীকে ভোট চান। কেন্দ্রীয় তাঁতীলীগের সাধারণ সম্পাদক সাধনা দাশ গুপ্তা বলেন, নৌকার মাধ্যমে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হয়। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার নারীদের অগ্রাধিকার দিয়েছে। সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদির উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার স্বার্থে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান। অনুষ্ঠান পরিচালনা করেন, নুর মোহাম্মদ শেখর।
বন্যার্তদের সহায়তা করতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থী ফাহিম আহমদ ...
পাঠকের মতামত