প্রকাশিত: ১৭/০৯/২০১৬ ৯:০৩ পিএম

kawkhali-dc-news-pic-01-max-width-640-max-height-480মো: জয়নাল আবেদীন, কাউখালী থেকে ::
অপার সম্ভাবনার জেলা রাঙামাটি। আর রাঙামাটি যে সম্ভাবনা তা যদি উপলব্ধি করা যায় তাহলে রাঙামাটি পিছিয়ে থাকবেনা। বিপুল উন্নয়নের সম্ভাবনা রয়েছে রাঙামাটিতে। রাঙা শব্দটির অর্থ  যেমন রঙিন তেমনি তার কাজও রঙিন। কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ সামশুল আরেফিন এসব কথা বলেন।

রাঙা শব্দটি স্থানীয় ক্ষুদ্র-নৃগোষ্ঠী চাকমা সপ্রদায়ের ভাষা। রাঙা শব্দটির বাংলা অর্থ রঙিন বা লাল, আর মাটি তো মাটিই। জেলা প্রশাসক রাঙামাটি নামের সাথে কাজের মিল আছে উল্লেখ করে বলেন, রাঙা শব্দটির অর্থ যেমন রঙিন তেমনি তার কাজও রঙিন। এখানকার মাটি এতটাই উর্ভর যে, সব ধরনের ফলের চাষ এই মাটিতে করা সম্ভব। যা দেশের কোন জেলায় সম্ভব না। মৌসুমী ফল চাষের অপার সম্ভাবনা রয়েছে রাঙামাটিতে। তিনি আরও বলেন- শান্তি ও উন্নয়নের জেলা রাঙ্গামাটিকে বিশ্বে পরিচিত করে তুলতে এবং উন্নয়নের ধারাকে প্রকৃতভাবে কাজে লাগাতে হবে। আর এসব উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে নিজেদেরকেই উদ্দ্যোগী হতে হবে। আর এ উন্নয়নের পূর্বশর্ত হিসেবে এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকলকে সৌহাদ্যপূর্ন পরিবেশে কাজ করার আহবান জানান তিনি।

শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে অফিসার্স কল্যান ক্লাবে উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আখতারের সভাপতিত্বে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন।

এসময় অন্যান্যদের উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌচামং চৌধুরী, ভাইস চেয়ারম্যান মংসুউ চৌধুরী, এ্যানি চাকমা কৃপা, কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যজাই মারমা, বেতবুনিয়ান ইউপি চেয়ারম্যান খইচাবাই তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিনয় চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কমল বরন সাহা, ইউপি সদস্য শফিকুল ইসলাম শরিফ, পোয়াপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক করুনা ময় চাকমা, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবদুল কাদের সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

পাঠকের মতামত

উপকূলের ম্যানগ্রোভে বিশ্বস্বীকৃতি—দ্য আর্থশট প্রাইজ জিতলো ফ্রেন্ডশিপ

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পরিবেশ পুরস্কার ‘দি আর্থশট প্রাইজ ২০২৫’ জিতেছে বাংলাদেশের সামাজিক উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ। ...

রোহিঙ্গার হাতে এনআইডি : নির্বাচন কর্মকর্তার সঙ্গে আসামি চসিকের কর্মচারীও

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) শুলকবহর ওয়ার্ড কার্যালয়ে জালিয়াতির মাধ্যমে জন্ম নিবন্ধন এবং পরবর্তীতে এটি ব্যবহার ...

রোহিঙ্গা সংকটে মানবপাচার রোধে একসঙ্গে কাজ করবে আইওএম ও এইচসিআই

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং কানাডার প্রাচীনতম মুসলিম ত্রাণ সংস্থা হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল (এইচসিআই) ও ...

উখিয়া অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন

উখিয়া অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ...

রোহিঙ্গা নারীকে নাগরিকত্ব সনদ দেওয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরখাস্ত

এক রোহিঙ্গা নারীকে অবৈধভাবে নাগরিকত্ব সনদ দেওয়ায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ...