প্রকাশিত: ২১/০৪/২০২০ ৪:৫৩ পিএম , আপডেট: ২১/০৪/২০২০ ৪:৫৯ পিএম

মিয়ানমারে এক বন্দুক হামলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক কর্মী নিহত হয়েছে। এতে দেশটির এক সরকারি কর্মকর্তাও মারা গেছেন।

বিবিসি জানায়, সোমবার রাখাইন রাজ্যে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে মিয়ানমার কর্তৃপক্ষ।

নভেল করোনাভাইরাসের নমুনা সংগ্রহে ইয়াঙ্গুন থেকে রাখাইনে গিয়েছিল জাতিসংঘের একটি গাড়ি। সেটির চালক ছিলেন ডব্লিউএইচও’র ওই কর্মী।

প্রসঙ্গত, মিয়ানমারে করোনাভাইরাসে এখন পর্যন্ত ১০৫ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে অন্তত ৫ জন।

ইয়াঙ্গুনে ফেরার সময় অজ্ঞাতদের হামলার মুখে পড়ে সেই গাড়ি। এতে গাড়িতে থাকা চালক এবং মিয়ানমার সরকারের এক কর্মকর্তা নিহত হন।

কারা এই হামলা চালিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে গত দুই বছরে সরকারি নিরাপত্তা বাহিনীর সঙ্গে রাখাইন অঞ্চলের সশস্ত্র গোষ্ঠীর বহু সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রসঙ্গত, মিয়ানমারে করোনায় এখন পর্যন্ত ১১৯ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে অন্তত ৫ জন। তবে দেশটি করোনা সংক্রান্ত সঠিক তথ্য দিচ্ছে না বলে অভিযোগ আছে। সুত্র: দেশ রুপান্তর

 

আগামী শুক্রবার নিউজিল্যান্ডের টিভি ও বেতার থেকে একযোগে জুম’আর আযান প্রচার করবে

পাঠকের মতামত

আরসা হামলায় বাংলাদেশের সম্পৃক্ততার ইঙ্গিত আরাকান আর্মিপ্রধানের

বাংলাদেশ সীমান্তে আরাকান আর্মির ঘাঁটিতে ‘রোহিঙ্গা বিদ্রোহী’রা হামলা করছে বলে অভিযোগ করেছেন সশস্ত্র সংগঠনটির কমান্ডার ...

আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধান প্রয়োজন: ড. ইউনূস

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহায়তা বাড়ানো এবং ন্যায়সঙ্গত উত্তরণের পথ নিশ্চিত করা প্রয়োজন বলে জানিয়েছেন ...