উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬/১০/২০২৪ ৯:১৭ এএম

মোহাম্মদ রহমত আলী-কে কক্সবাজার জজশীপের নতুন অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ এর উপসচিব (প্রশাসন-১) এ.এফ.এম গোলজার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সুপ্রীম কোর্টের সাথে পরামর্শক্রমে বিচারক মোহাম্মদ রহমত আলী সহ ৫ জন বিচারককে দেশের বিভিন্ন বিচারালয়ে পদায়ন করা হয়।
কক্সবাজারের নতুন অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসাবে নিয়োগ পাওয়া বিচারক মোহাম্মদ রহমত আলী বর্তমানে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের আইন ও বিচার বিভাগের উপসচিব (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) পদে কর্মরত রয়েছেন। কুমিল্লা জেলার বাসিন্দা বিচারক মোহাম্মদ রহমত আলী বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন (বিজেএসসি) তৃতীয় ব্যাচের একজন কর্মকর্তা।
একই প্রজ্ঞাপনে কক্সবাজারের বর্তমান অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মহিউদ্দিন মুরাদ-কে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আইন কর্মকর্তা (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। বদলী করা বিচার বিভাগীয় কর্মকর্তাদের আগামী ২৯ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থলের জেলা ও দায়রা জজ অথবা দপ্তর প্রধানের নিকট দায়িত্ব হস্তান্তর করে বদলীকৃত নতুন কর্মস্থলে যোগদান করতে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারসহ পাঁচ জেলায় পদযাত্রায় নামছে এনসিপি, হামলার শঙ্কা

চট্টগ্রামসহ পাঁচ জেলায় পদযাত্রা নামছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামীকাল শনিবার (১৯ জুলাই) কক্সবাজারে পদযাত্রার ...

মিয়ানমারের চোরাই ১১টি মহিষ ১১লাখ ৫০হাজার টাকায় নিলামে বিক্রয়

মিয়ানমার থেকে অবৈধভাবে চোরাইপথে পাচারকালে কক্সবাজার উখিয়ার সীমান্ত পয়েন্ট থেকে ৬৪ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ...