প্রকাশিত: ২৯/০৫/২০১৬ ৭:১৯ এএম , আপডেট: ২৯/০৫/২০১৬ ৮:৫৯ এএম

IMG_20160529_090052মাহমুদুল হক বাবুল ,উখিয়া::

উখিয়ায় আসন্ন  ইউপি নির্বাচনে ২ নং রত্নাপালং ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী খাইরুল আলম চৌধুরীর ঘোড়ার দৌড়ে বেকায়দায় পড়েছে আওয়ামীলীগ ও বিএনপির প্রার্থীরা। তার গণসংযোগ ও  নির্বাচনী প্রচারনার মাঠে হাজার হাজার নারী পুরুষের  গণ জোয়ার দেখে নৌকা ও ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বর্তমানে বেহাল দশায় পড়ার পাশা পাশি ঘোড়র দৌড়ে ছিড়কে পড়ে প্রায় জনশূণ্য হয়ে পড়েছে। শুধু তাই নয়, চেয়ারম্যান প্রার্থী খাইরুল আলম চৌধুরীর গণ জোয়ার দেখে কথিত নেতা নামধারীরা তা সহ্য করতে না পেরে বর্তমানে নির্বচনী মাঠে নানা অপপ্রচার ও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। উক্ত  ষড়যন্ত্রকারীদের অপপ্রচারের ফলে খাইরুল আলম  চৌধুরীর জনপ্রিয়তা  দিন দিন আরো বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সাধার  ভোটারদের মাঝে সে আরো জনপ্রিয় হয়ে উঠেছে। গত শৃক্রবার ও শনিবার সে ইউনিয়নের  কামারিয়ার বিল, থিমছড়ি, আমতলী, মধ্যম থিমছড়ি, তেলী পাড়া, তোলাতলী গয়ালমারা চাকবৈঠা নামক এলাকায় চেয়ারম্যান প্রার্থী খাইরুল আলম চৌধুরীর  গণ সংযোগের খবরে এলাকার ছড়িয়ে পড়লে নিমিসেই  শত শত নারী  পুরুষ ভোটাররা তাদের প্রিয়  নেতা মানব দরদী  চেয়ারম্যান  প্রার্থী খাইরুল আলম চৌধুরীকে এক নজর দেখার জন্য  এলাকায় জনশ্রুতের পাশাপাশি সে শত শত নারী ও পুরুষ ভোটারদের ভাল ভাষায় সিক্ত হন তিনি। তাই  বর্তমানে  ভোটারদের মূখে মূখে চেয়ারম্যান প্রার্থী খাইরু চৌধুরীর জয়ের ধ্বনী ছাড়া সাধারন ভোটারদের মাঝে আর কিছুই শুনা যাচ্ছেনা।  চেয়ারম্যান প্রার্থী খাইরুল আলম চৌধুরী চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকায় সুশাসন প্রতিষ্টা, ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্টান, মসজিদ মাদ্রাসা ও গ্রামীন অবকাঠামো উন্নয়নে নজির বিহীন বিপ্লব ঘটানোর পাশাপাশি সরকারের বরাদ্ধকৃত অর্থ এলাকার উন্নয়নের কাজে সঠিক ভাবে বন্টন করে অত্র ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তোলা হবে বলে  তিনি জানান।

পাঠকের মতামত

সালাহউদ্দিন আহমদের নির্বাচনী সম্ভাব্য ব্যয় ৫০ লাখ, উৎস নিজস্ব তহবিল

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নির্বাচনী সম্ভাব্য ব্যয় ...

ভুক্তভোগীদের আর্তনাদ-‘বন্ধ হোক ঘুষের রাজত্ব’উখিয়া সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতি ও অনিয়মের মহোৎসব

সীমান্তবর্তী কক্সবাজারের উখিয়া সাব-রেজিস্ট্রার অফিসে চলছে লাগামহীন দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও অনিয়মের মহোৎসব। সিসিটিভি থাকা সত্ত্বেও ...