ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০/০২/২০২৫ ৯:৫৬ এএম

রাজধানীর মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযানে দুইজন নিহত হয়েছেন। এসময় আরও পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে কয়েক রাউন্ড গুলি, একটি বিদেশি পিস্তল ও চাপাতি উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে চাঁদ উদ্যান এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে নিহতের ঘটনা ঘটে।

অভিযানের ঘটনায় নিহতদের পরিচয় এবং বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক নুরে আলম জানান, চাঁদ উদ্যান এলাকায় যৌথ বাহিনীর অভিযানের সময় দুই ব্যক্তি নিহত হয়েছেন।

অভিযানের পর যৌথ বাহিনীর সদস্যরা পাঁচ জনকে আটক করেছে বলেও জানিয়েছেন তিনি।

পাঠকের মতামত

ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম, সেক্রেটারি সিবগাতুল্লাহ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন নূরুল ইসলাম সাদ্দাম। আর সেক্রেটারি ...