প্রকাশিত: ০১/১১/২০২১ ১:৪০ পিএম

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, আধুনিক যুদ্ধক্ষেত্রে প্রযুক্তিগত অগ্রগতির সাথে সামঞ্জস্যপূণ অত্যাধুনিক, বাস্তবমুখী এবং উদ্ধাবনী চিন্তা-চেতনা সম্পন্ন প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে। সোমবার (১ অক্টোবর) সকালে সেনাবাহিনীর আর্মি কোরের ৪০তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২১ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন সেনাবাহিনী প্রধান।

খুলনার জাহানাবাদ সেনানিবাসে আর্মি সার্ভিস কোর সেন্টার অ্যান্ড স্কুলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে দেশে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে আর্মি সার্ভিস কোরের ভূমিকার প্রশংসা করে কোরের প্রতিটি সদস্যকে অভিনন্দন জানান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে কোরের প্রতিটি সদস্যকে দেশ মাতৃকায় আরও উজ্জিবিত হওয়ার ওপরও গুরুত্ব দেন সেনাপ্রধান।

সম্মেলনে সেনাসদর, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, স্থানীয় ফরমেশন এবং আর্মি সার্ভিস কোরের উর্ধ্বতন সামরিক অফিসাররা উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে গণমাধ্যমকর্মীদের সাথে কথাপোকথনে সেনাপ্রধান বলেন, করোনা ও দেশের যেকোনো দুর্যোগকালীন সময়ে প্রধানমন্ত্রীর নির্দেশে সেনাসদস্যরা জনগণের পাশে দাঁড়িয়েছে। জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আরও বলেন, দেশের যেকোনো উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় জনগণ ও সরকারের পাশে সেনাবাহিনী সর্বত্র জাগ্রত রয়েছে

পাঠকের মতামত

রাখাইনের পরিস্থিতি রোহিঙ্গা প্রত্যাবাসনের অনুকূল নয়: ইউএনএইচসিআর

মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি রোহিঙ্গা শরণার্থীদের টেকসই প্রত্যাবর্তনের জন্য অনুকূল নয় বলে মনে করে জাতিসংঘের ...

আলোচনার মাধ্যমে রোহিঙ্গা সমস্যার সমাধান চায় বাংলাদেশ

যুক্তরাজ্যের ক্রস-পার্টির একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেছে। ...

সুনির্দিষ্ট অভিযোগেই মাহি গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিকে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ...

ত্রিদেশীয় মহাসড়কে যুক্ত হতে মিয়ানমারের সম্মতির অপেক্ষায় বাংলাদেশ

ভারত-মিয়ানমার-থাইল্যান্ডের মধ্যে দিয়ে যে ত্রিদেশীয় হাইওয়ের পরিকল্পনা চলছে, মিয়ানমার সম্মতি দিলেই বিমসটেকের মাধ্যমে বাংলাদেশও তাতে ...