প্রকাশিত: ১৩/০৫/২০১৬ ৮:১৭ এএম

::

অনেকেই আছেন প্রায় সারাদিনই মোবাইলফোনে কথা বলেন। এত কথা বলেন যে আশপাশের মানুষগুলোও বিরক্ত হয়ে যায়। কেউ আছেন প্রেমিকারে সাথে সারাদিনই সংযোগ থাকেন মোবাইলফোনে। এ নিয়ে অনেকেই বলে থাকেন মোবাইল ফোন থেকেই নাকি ব্রেন ক্যান্সার বা টিউমারের মত মরণঘাতি রোগ হয়!

এমন ভ্রান্ত ধারণা এতদিন সবাই জেনে এসেছেন। আবার বৈজ্ঞানিকদের একাংশও বলে এসেছেন এমন কথা। কিন্তু এবার সমীক্ষায় নয়া তথ্য সামনে উঠে এল। জানা গেল, মাথায় ক্যানসার কিংবা টিউমারের জন্য কোনওভাবেই মোবাইল ফোন দায়ী নয়।

সিডনি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এই প্রসঙ্গে জানিয়েছেন যে, ৩০ বছর বয়সের ওপরে অনেকেই ব্রেন টিউমার বা ব্রেন ক্যানাসরের মতো রোগে আক্রান্ত হন। কিন্তু এর জন্য মোবাইল ফোন দায়ী নয়। এটা সম্পূ্র্ণ ভুল ধারণা। মোবাইল ফোন আবিষ্কারের আগে থেকেই আমাদের মধ্যে ব্রেন ক্যানসার দেখা দিয়েছিল।

এক গবেষক এই প্রসঙ্গে বলেছেন, ‘মোবাইল ফোন থেকে এক ধরণের নন-আয়নিসিং রেডিয়েশন বের হয়। এই রেডিয়েশনের এনার্জি খুবই কম। এই রেডিয়েশন কোনওভাবেই আমাদের মস্তিষ্কের ক্ষতি করে না।’

পাঠকের মতামত

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজ

বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন স্থান থেকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে আজ রোববার (৭ সেপ্টেম্বর)। শনিবার (৬ ...

১০০০০ মিলিঅ্যাম্পিয়ারের বেশি সক্ষমতার ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি

তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমির মাইলফলকে যুক্ত হতে যাচ্ছে আরও একটি অসাধারণ অর্জন। উদ্ভাবনের প্রতি ...