অনলাইন ডেস্ক::
মেসির আলিঙ্গন আমাকে গর্বিত ও সুখী করেছে: সাম্পাওলি
টাচলাইনে মেসির সঙ্গে হোর্হে সাম্পাওলি (ডানে)
বিশ্বসেরা লিওনেল মেসিকে ঠিকমতো ব্যবহার করতে না পারায় আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলির কঠোর সমালোচনা হয়েছে। কোচের সঙ্গে খেলোয়াড়দের বনিবনা হচ্ছে না বলেও গুঞ্জন ছড়িয়েছিল।
তবে এ নিয়ে কোনো জবাব দেননি তিনি। শেষ ষোলো নিশ্চিত করার পর অন্যভাবে সব সমালোচনার জবাব দিয়েছেন তিনি।
নাইজেরিয়ার বিপক্ষে মঙ্গলবার রাতে প্রথম গোলের দেখা পেয়েছেন মেসি, প্রথম জয়ের দেখা পেয়েছে আর্জেন্টিনাও। এরপর সাম্পাওলি বলেন, মেসি যখন আসল এবং আমাকে জড়িয়ে ধরল তখন নিজেকে খুব গর্বিত ও সুখী মানুষ মনে হয়েছে। কারণ সে জানে আমি প্রত্যেকটা দিনই প্যাশন নিয়ে কাজ করেছি।
তিনি আরও বলেন, 'ফুটবলের খাতিরে মেসির সঙ্গে ভ্রমণের ও গুরুত্বপূর্ণ কিছু মুহূর্তে একসঙ্গে কাটানোর সুযোগ হয়েছে। সে আমাকে বেশ ভালো করেই জানে এবং এটাও জানে রাশিয়ায় আমাদের স্বপ্নটা কী এবং সে অনুযায়ী গুরুত্বপূর্ণ কিছু করতে আমরা কেমন মরিয়া হয়ে আছি। ' সূত্র: গোল ডটকম