প্রকাশিত: ০৬/০৬/২০১৬ ৯:৫৬ পিএম
mir-qasem-pic_120024-642x336_130663_130713_130725ঢাকা : জামায়াত নেতা মীর কাসেম আলীর মৃত্যু পরোয়ানা ঢাকা  কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছে।  সোমবার রাত ৭টা ৪৫ মিনিটের দিকে পূর্ণাঙ্গ রায়ের অনুলিপিসহ ঢাকা  কেন্দ্রীয় কারাগারে পৌঁছায় এই পরোয়ানা।

কারা কর্মকর্তারা জানিয়েছেন, মীর কাসেম আলী বর্তমানে কাশিমপুর কারাগারে আছেন। পূর্ণাঙ্গ রায়ের অনুলিপিসহ মৃত্যু পরোয়ানাও ওই কারাগারে যাবে।

এই পরোয়ানা ঢাকা স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের কাছেও যাবে।

মৃত্যুদণ্ড বহাল রেখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেওয়া পূর্ণাঙ্গ রায় পৌঁছানোর পর সোমবার সন্ধ্যায় মীর কাসেমের মৃত্যু পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এদিকে সোমবার দুপুরে আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

তিনি বলেন, আসামিপক্ষ এই রায় পুনর্বিবেচনার আবেদন না করলে

ফাঁসি কার্যকরের প্রক্রিয়া শুরু করবে কারা কর্তৃপক্ষ।

অ্যাটর্নি জেনারেল বলেন, রায় ট্রাইব্যুনালে যাওয়ার পর মৃত্যু পরোয়ানা জারি হবে। পরে মীর কাসেমকে রায় পড়ে শোনানো হবে। রায় শুনে পুনর্বিবেচনার আবেদন করতে ১৫ দিনের সময় পাবেন তিনি। পুনর্বিবেচনার আবেদন খারিজ হলে মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া শুরু হবে।

পাঠকের মতামত

টিউলিপকে ক্ষমা চাইতে বললেন ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ব্রিটেনের দুর্নীতিবিরোধী ...

আমাদের সময়ের প্রতিবেদন আগে স্থানীয় নির্বাচনের বিপক্ষে অধিকাংশ দল

স্থানীয় সরকার সংস্কার কমিশনে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের বিষয়ে আলোচনা ওঠায় রাজনৈতিক অঙ্গনে মিশ্র ...

৭ বছর পর দেখা হচ্ছে মা-ছেলের

উন্নত চিকিৎসার জন্য আগামীকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন বিএনপি চেয়ারপারসন ও ...

সৌদির আরামকো তিনবার এসেছিল, প্রধানমন্ত্রীর কার্যালয় তাদের বাধা দেয়: রাষ্ট্রদূত

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল-গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান আরামকো, বাংলাদেশে বিপুল অর্থ বিনিয়োগের চেষ্টায় বারবার উদ্যোগী হলেও ...