প্রকাশিত: ০৫/১০/২০১৭ ১২:৫৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৪০ পিএম

উখিয়া নিউজ ডেস্ক ::
মিয়ানমার আক্রমণ করলে, বাংলাদেশ সরকার কোন ছাড় দিবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার রাতে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এনজিও’দের সমন্বয় সভায় এ কথা বলেন তিনি। এসময় রোহিঙ্গাদের সাহায্যে সরকারি-বেসরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। তবে রোহিঙ্গাদের বিপন্নতা ও মানবিক সাহায্য নিয়ে কোনভাবেই রাজনীতি করা চলবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, ‘আক্রমণ আমরা কাউকে করবো না, কিন্তু আক্রান্ত হলে জবাব তো আমাদের দিতে হবে।’ তিনি আরো বলেন, ‘রোহিঙ্গাদের সাহায্যর কাজে কোন রাজনীতি করতে চাই না। মানবিক সাহায্য নিয়ে রাজনীতি চলবে না, বিপন্ন মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা চলবে না বলেও তিনি মন্তব্য করেন। সুত্র, সময় টিভি

পাঠকের মতামত

সংকট না কাটলে রোহিঙ্গা প্রত্যাবাসন অসম্ভব, আলোচনা চালাচ্ছে বাংলাদেশ

রোহিঙ্গারা বাংলাদেশ থেকে রাখাইনে ফিরলেই সমস্যার সমাধান হবে না। মিয়ানমারের ভেতরেও অনেক রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়েছে। ...

ডাকসুর ভিপি সাদিক ও জিএস ফরহাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে নিটকতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ব্যাপক ব্যবধানে ...