প্রকাশিত: ১৯/১০/২০১৭ ২:২৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:০২ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ বলছে, গত ২৫ শে অগাস্টের পর মিয়ানমার থেকে বাংলাদেশে যত রোহিঙ্গা শরণার্থী এসেছে তার ৬০% ই শিশু।
প্রাণ হাতে নিয়ে বাংলাদেশে চলে আসার আগে এরা দমন পীড়নের যে ভয়াবহ অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে, সেখানে বিনোদন, খেলাধুলা, শিক্ষা ইত্যাদির জায়গা কোথায়?
কক্সবাজারের শিবিরগুলোতে ইউনিসেফ অবশ্য ২২৮টি লার্নিং সেন্টার করে ইংরেজি ও বার্মিজ ভাষায় রোহিঙ্গা শিশুদেরকে অনানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা দিচ্ছে।
খবর বিবিসি বাংলার।

কুতুপালং শরণার্থী শিবিরের এরকম একটি লার্নিং সেন্টারে গিয়ে দেখা যায়, দল বেঁধে তারা গাইছে ‘উই শ্যাল ওভারকাম’।
পাহাড়ের উপরে সারি সারি পলিথিনে ছাওয়া বস্তিঘরের মাঝে এটি একটি অনানুষ্ঠানিক স্কুল।
এরপর তারা জনপ্রিয় সব ইংরেজি ছড়া সমস্বরে আবৃত্তি করল। অতঃপর তারা আবৃত্তি করলো আমার অজানা একটি ভাষায় কয়েকটি ছড়া।
উপস্থিত প্রশিক্ষক জানালেন, এগুলো বার্মিজ ভাষার ছড়া।
এই লার্নিং সেন্টারে, মূলত ইংরেজি, গণিত ও বার্মিজ ভাষা শিক্ষা দেয়া হয় বলে জানালেন সেন্টারটির প্রোগ্রাম অর্গানাইজার হুমায়ুন কবির।
এদেরকে এই বার্মিজ ভাষা শেখানোর জন্য শরণার্থী রোহিঙ্গাদের মধ্যে থেকেই বেছে নেয়া হয়েছে এই ভাষা জানা শিক্ষক।
প্রতিটি শিফটে ৩৫ জন শিশু। ৪ থেকে ৬ বছর বয়েসি এক দল। আরেক দল ৭ থেকে ১৪ বছর বয়েসিদের। প্রতিদিন তিনটি শিফটে মোট একশো পাঁচজন করে শিক্ষার্থীকে পাঠগ্রহণের সুযোগ পাচ্ছে এখানে।
এখানে পড়তে এসে কেমন লাগছে তাদের?
শিশুরা বাংলাতেই বললো, “ভাল লাগছে”।
অর্থাৎ এ কদিনে তারা সবার বোধগম্য বাংলাটাও শিখে গেছে। এতদিন তারা কথা বলত চট্টগ্রাম ও কক্সবাজারের আঞ্চলিক ভাষায়।
ইউনিসেফ কর্মকর্তা ফারিয়া সেলিমের ভাষায়, শরণার্থীর কঠিন জীবনে এই লার্নিং সেন্টারগুলো হচ্ছে শিশুদের ‘ব্রিদিং স্পেস’ বা নিঃশ্বাস নেবার জায়গা।
সব মিলিয়ে ১৯ হাজার শরণার্থী শিশু এই লার্নিং সেন্টারগুলোতে শিক্ষা নেবার সুযোগ পাচ্ছে।
কিন্তু একটি বিরাট সংখ্যক শিশুই তাদের শরণার্থীর দিনগুলোতে কোনরকম কোন শিক্ষা পাচ্ছে না।
ইউনিসেফ অবশ্য বলছে, তারা আগামী ছ’মাসে লার্নিং সেন্টারের সংখ্যা ১৫শতে উন্নীত করতে চায়, যেখানে অন্তত দুই লাখ শিশু এই অনানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষার সুযোগ পাবে।
আর সেটা হলে হয়তো বেশীরভাগ রোহিঙ্গা শিশুদের প্রাথমিক শিক্ষা পাওয়ার বিষয়টি হয়তো নিশ্চিত হবে।

পাঠকের মতামত

উখিয়ায় মা’হাদুত তাকওয়া মহিলা হিফজ মাদ্রাসা’র যাত্রা শুরু

উখিয়া উপজেলাধীন হলদিয়া পালং ইউনিয়নের পশ্চিম হলদিয়া জামবাগান অবস্থিত নারীদের জন্য বিশুদ্ধ কোরআন সুন্নাহর জ্ঞান ...

কুতুপালং বাজারের সাদ্দাম ও আরাফাতের নেতৃত্বে সীমান্ত দিয়ে মায়ানমারে পাচার হচ্ছে নিত্যপণ্য

মায়ানমারের রাখাইন রাজ্যে কক্সবাজার ও বান্দরবানের সীমান্ত দিয়ে নিত্যপণ্যের সঙ্গে পাচার হয়ে যাচ্ছে ইউরিয়া সার ...

উখিয়ায় ইউএনএইচসিআর’র স্থাপনায় তালা ঝুলালো বন বিভাগ

কক্সবাজারের উখিয়ার থাইংখালী বিট এলাকায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের একটি স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ নোটিশ ...

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কক্সবাজারের ১২ হাজার একর বনভূমি বন বিভাগকে ফেরত দেয়া হচ্ছে

উপদেষ্টা বলেন, বিধি লঙ্ঘিত হলে তা আইনগতভাবে মোকাবেলা করা হবে। সি-বিচ দখল ও দূষণের লাগাম ...