ডেস্ক নিউজ
প্রকাশিত: ০২/০৫/২০২৫ ৪:১৬ পিএম

মিয়ানমারের রাখাইনে পাচারকালে বিপুল পরিমাণ ইউরিয়া সারসহ ১০ জনকে আটক করেছে কোস্টগার্ড। আটকরা কক্সবাজার এবং চট্টগ্রামের বাসিন্দা।

শুক্রবার (২ মে) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন- অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, ১ মে কোস্টগার্ডের জাহাজ তাজউদ্দিন সেন্টমার্টিনের দক্ষিণে ছেড়াদ্বীপ এলাকায় একটি ইঞ্জিনচালিত কাঠের বোট দেখতে পায়। বঙ্গোপসাগরে ৫৮ দিনের মৎস্য আহরণ নিষেধাজ্ঞা থাকায় উক্ত এলাকায় বোট থাকা বেআইনি।

ফলে কোস্টগার্ডের সদস্যরা বোটটিকে থামার সংকেত দেন। কিন্তু বোট সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে বোটটিকে আটক করা হয় এবং তল্লাশি করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে পাচারকালে ৬০০ বস্তা ইউরিয়া সারসহ ১০ জনকে আটক করা হয়।

পরবর্তীতে জব্দ করা সার টেকনাফ কাস্টমসে হস্তান্তর করা হয়েছে। আর আটকদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়

পাঠকের মতামত

অপহরণের পর মুক্তিপণের জন্য বাবাকে শোনানো হচ্ছে নির্যাতনের আর্তনাদ

চট্টগ্রামের লোহাগাড়া থেকে কক্সবাজার আসার পথে অপহৃত তরুণ রিয়াজুল হাসানকে (১৮) ধারাবাহিক নির্যাতন চালানো হচ্ছে। ...

ফেসবুকে শাহজালাল বাবলুর স্ট্যাটাস নিয়ে , ডাঃ রুমির বক্তব্য ও তীব্র প্রতিবাদ

শাহজালাল বাবলুর স্ত্রী শারমিন হিমু কয়েক মাস ধরে স্বনামধন্য গাইনি বিশেষজ্ঞ ডাক্তার আরিফা মেহের রুমির ...