প্রকাশিত: ১৪/০১/২০১৭ ১০:২৭ এএম

ঢাকা: মায়ানমারে সাজা চলাকালে ছয় বাংলাদেশি জেলেকে ক্ষমা করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। তাদের এখন বাংলাদেশে পাঠিয়ে দেয়ার প্রক্রিয়া চলছে।

শুক্রবার মায়ানমারের প্রেসিডেন্টের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

মায়ানমার নিউজ এজেন্সির বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এসব তথ্য জানায়।

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, গত বছরের ৯ নভেম্বর টেকনাফের কাছে মায়ানমারের জলসীমায় অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে ওই ছয় বাংলাদেশি জেলেকে আটক করা হয়। মায়ানমারে সাজা ভোগ করছিলেন তারা। দেশটির প্রেসিডেন্ট ক্ষমা করায় তাদের এখন বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

প্রতিবেদনে আরো বলা হয়, মায়ানমার ইমিগ্রেশন অ্যান্ড পপুলেশন বিভাগ ওই ছয় বাংলাদেশিকে দেশে ফেরত পাঠাবে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে তাদের ফেরত পাঠানো হবে। সুত্র:আরটিএনএন

পাঠকের মতামত

উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যকরী কমিটির শেষ সভা অনুষ্ঠিত; দায়িত্বে নির্বাচন কমিশন 

উখিয়া অনলাইন প্রেসক্লাবের ৩৯তম কার্যকরী কমিটির সভা সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে বর্তমান কমিটির দায়িত্ব শেষ ...

বেপরোয়া আন্তর্জাতিক হুন্ডিচক্র টেকনাফের গফুর সিন্ডিকেট, পাচার হচ্ছে কোটি কোটি টাকা

আন্তর্জাতিক হুন্ডিচক্র টেকনাফের গফুর সিন্ডিকেট হুন্ডির মাধ্যমে অবৈধভাবে বিদেশ ও ইয়াবার টাকা পাচার অব্যাহত রেখেছে। ...