প্রকাশিত: ০১/০৮/২০১৬ ৯:৫৪ এএম , আপডেট: ০১/০৮/২০১৬ ৬:৪৬ পিএম

hanif-azad_1সাংবাদিক হানিফ আজাদ সেই অধুনালুপ্ত আজকের কাগজ থেকে সমকালের উখিয়া প্রতিনিধি। ছিল উখিয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক। সাহসী কলম সৈনিক, বয়সে আমার ছোট।

জানতে পারলাম, হানিফ আজাদ এখন দুরারোগ্যে শয্যাশায়ী। কঠিন রোগে আক্রান্ত।

তার হার্টে নাকি ৩ টি ব্লক ধরা পড়েছে।

তাছাড়া শরীরে আরো কিছু অজানা রোগ দেখা দিয়েছে। ডাক্তারী চিকিৎসার পাশাপাশি চলছে কবিরাজি চিকিৎসা।

সাংবাদিক হানিফ আজাদ স্বাধীনতার পক্ষের একজন নিষ্ঠাবান সাংবাদিক- তাতে কোন সন্দেহ নেই। যা বিশ্বাস তার উপর অটল থাকাই নিষ্ঠার পরিচয়। হানিফ আযাদ ও এরকমই ছিলেন। যা তিনি বিশ্বাস করতেন তার উপরই আজীবন ছিলেন অনড়। আমাকে খুব আপনজন মনে করতেন এবং শ্রদ্ধা করতেন। আমি তার জন্য দোয়া করছি।

পাশাপাশি বলব তাঁর লেখনীতে যাদের স্বার্থ রক্ষা হয়েছে আজ হানিফ আযাদের দূর্দিনে তারা যেন দুরে সরে না যান।

উখিয়ার সংবাদকর্মীদের অনুরুধ করব হানিফ আজাদের পাশে এসে দাঁড়াতে। মহান আল্লাহ তাঁকে সুস্থ করুন।

অমি জানিনা, সরকারের যথাস্থানে সাংবাদিক হানিফ আজাদের অসুস্থতার খবর ও চিকিৎসা সংকটের খবর পৌঁছানো হয়েছে কিনা।

সরকারে কাছে বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আনুরোধ করব, সাংবাদিক হানিফ অজাদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করতে।

পাঠকের মতামত

মিয়ানমারে গোলাবর্ষণের বিকট শব্দ, উখিয়া-টেকনাফ সীমান্তে রাতভর আতঙ্ক

মিয়ানমার থেকে আসা গোলাবর্ষণের বিকট শব্দ শুনতে পেয়েছেন উখিয়া-টেকনাফ সীমান্তের স্থানীয় বাসিন্দারা। শনিবার (২৭ ডিসেম্বর) ...

ফিটনেস-অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়া সেন্টমার্টিনে যাবে না জাহাজ

কক্সবাজারে পর্যটকবাহী জাহাজ ‘আটলান্টিক ক্রুজে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন। অগ্নিনির্বাপণ ব্যবস্থা ...

অল্পের জন্য বেঁচে গেলেন সেন্টমার্টিনগামী ১৯৪ পর্যটক

কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটে সেন্টমার্টিনগামী জাহাজ ‘দি আটলান্টিক ক্রুজ’ এ অগ্নিকান্ডের ঘটনায় একজন নিহত হয়েছে, ...