প্রকাশিত: ২৬/০৯/২০১৯ ৭:১৬ এএম


মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চরগবিন্দপুর এলাকা থেকে সাকিব (১৯) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে তাকে আটক করেছে জেলা পুলিশের বিশেষ শাখার সদস্যরা। আটক সাকিবের বাবার নাম মোহাম্মদ আব্দুল। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

স্থানীয়রা জানান, গত চার দিন ধরে এক যুবককে এলাকায় ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হওয়ায় তারা মাদারীপুর পুলিশের বিশেষ শাখার সদস্যদের জানান। পরে পুলিশ তাকে আটক করে।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে ওই যুবক নিজের নাম সাকিব বলে জানান। কয়েকদিন আগে তিনি কক্সবাজারের টেকনাফ থেকে গাড়িতে করে ঢাকায় আসেন। পরে খোয়াজপুর এলাকার এক যুবক সাকিবকে কাজ দেওয়ার কথা বলে গত শনিবার মাদারীপুরে নিয়ে আসেন। পরে ওই যুবক তাকে রেখে পালিয়ে যান।

মাদারীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল হান্নান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সাকিবকে মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে জয়নাল (১৬) নামে আরো এক রোহিঙ্গা কিশোরকে আটক করে পুলিশ।

পাঠকের মতামত

সেন্টমাটিনে চলছে অনুমোদনহীন শতাধিক নৌযান স্পিডবোট উল্টে মা-মেয়ের মৃত্যু

মন্ত্রণালয়ের ১২টি নির্দেশনার মধ্যে অন্যতম হলো- বিআইডব্লিউটিএ এবং মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া সেন্টমার্টিন দ্বীপে কোনো নৌযান ...

রোহিঙ্গা সংকটে নতুন প্রকল্প : এলাকায় অস্থিরতা ও পরিবেশঝুঁকি বাড়ার আশঙ্কা

রোহিঙ্গাদের জন্য নতুন করে স্থায়ী আবাসন প্রকল্প গ্রহণের উদ্যোগ জানাজানি হতেই কক্সবাজারের বিভিন্ন ইউনিয়ন ও ...

ট্রাভেল পাস ছাড়াই টিকিট বিক্রি : কেয়ারি সিন্দাবাদকে ৫০ হাজার টাকা জরিমানা

সরকার অনুমোদিত ট্রাভেল পাস ছাড়া পর্যটকদের কাছে টিকিট বিক্রির অভিযোগে সেন্টমার্টিনগামী জাহাজ ‘কেয়ারি সিন্দাবাদ’কে ৫০ ...