প্রকাশিত: ২৬/০৯/২০১৯ ৭:১৬ এএম


মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চরগবিন্দপুর এলাকা থেকে সাকিব (১৯) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে তাকে আটক করেছে জেলা পুলিশের বিশেষ শাখার সদস্যরা। আটক সাকিবের বাবার নাম মোহাম্মদ আব্দুল। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

স্থানীয়রা জানান, গত চার দিন ধরে এক যুবককে এলাকায় ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হওয়ায় তারা মাদারীপুর পুলিশের বিশেষ শাখার সদস্যদের জানান। পরে পুলিশ তাকে আটক করে।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে ওই যুবক নিজের নাম সাকিব বলে জানান। কয়েকদিন আগে তিনি কক্সবাজারের টেকনাফ থেকে গাড়িতে করে ঢাকায় আসেন। পরে খোয়াজপুর এলাকার এক যুবক সাকিবকে কাজ দেওয়ার কথা বলে গত শনিবার মাদারীপুরে নিয়ে আসেন। পরে ওই যুবক তাকে রেখে পালিয়ে যান।

মাদারীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল হান্নান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সাকিবকে মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে জয়নাল (১৬) নামে আরো এক রোহিঙ্গা কিশোরকে আটক করে পুলিশ।

পাঠকের মতামত

১০০ ভরি স্বর্ণ সহ ৪ কোটি ৩৩ লাখ টাকার সম্পদের মালিক জামায়াত প্রার্থী ভিপি বাহাদুর

কক্সবাজার সদর,রামু ও ঈদগাঁও উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামির প্রার্থী শহীদুল আলম ...

উখিয়ায় তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন, নেই শীতবস্ত্র বিতরণের উদ্যোগ

উখিয়ায় জেঁকে বসেছে তীব্র শীত। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি রোহিঙ্গা শরণার্থীরাও শীতের দাপটে কাঁপছে। ভোর ও ...

বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধারছয় মাসে দুই শতাধিক অভিযান রোহিঙ্গা ক্যাম্পে, গ্রেপ্তার ১০৮

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আইনশৃঙ্খলা রক্ষায় গত ছয় মাসে ব্যাপক অভিযান পরিচালনা করেছে ৮ ...